সবুজ-মেরুন জার্সিতে মধুর প্রতিশোধ সালাউদ্দিনের

ইন্ডিয়ান সুপার লিগের পর এবার কলিঙ্গ সুপার কাপে ও দারুন ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিকেলের ওডিশার ফুটবল…

Salahudheen Adnan

ইন্ডিয়ান সুপার লিগের পর এবার কলিঙ্গ সুপার কাপে ও দারুন ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিকেলের ওডিশার ফুটবল স্টেডিয়ামে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। সম্পূর্ণ সময়ের শেষের একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় সুনিশ্চিত করে বাস্তব রায়ের ছেলেরা। একদিন দলের হয়ে গোল করে যান যথাক্রমে সাহাল আব্দুল সামাদ এবং সুহেল আহমেদ ভাট। গোটা ম্যাচের মধ্যে একাধিকবার গোলের সহজ সুযোগ তৈরি করলেও সেটি কাজে লাগাতে পারেনি দলের ফুটবলাররা।  নাহলে অনায়াসেই বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে সকলকে চমকে দিতে পারত মেরিনার্সরা‌।

Also Read | কেরালা বধ করে সুপার কাপের সেমিতে মোহনবাগান

   

তবে দলের এই জয়ের দরুন যথেষ্ট খুশি সমর্থকরা। পরবর্তীতে এই ধারা বজায় রেখেই সেমিফাইনাল ম্যাচে জয় পেতে চাইবেন সকলে। বলাবাহুল্য, এবারের এই ফুটবল টুর্নামেন্টে মূলত দলের তরুণ ফুটবলারদের মাঠে নামিয়ে সাফল্য পাওয়ার পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের। সেইমতো সিনিয়র দলের মাত্র কয়েকজন ফুটবলারদের রেখে অধিকাংশ ক্ষেত্রেই তরুণ ফুটবলারদের স্কোয়াডে রেখেছে মোহনবাগান। যারফলে এবার সাফল্য পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। এবার সেই ফুটবলারদের নিয়েই কেরালার মতো শক্তিশালী দলকে টেক্কা দিল সবুজ-মেরুন।

বলাবাহুল্য, প্রতিপক্ষ দলে একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার থাকা সত্ত্বেও খুব একটা সুবিধা করতে পারল না দক্ষিণের এই দল। বরং গোটা ম্যাচ জুড়েই দ্বীপেন্দু, সুহেলদের ঝাঁঝালো পারফরম্যান্স চমকে দিল সকলকে। তবে শুধুমাত্র এই দুই ফুটবলার নয়। এবার মোহনবাগান সুপার জায়ান্টের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন আরেক তরুণ তারকা সালাউদ্দিন আদনান। বিশেষ করে আজ দলের মাঝমাঠের অন্যতম ভরসার মুখ হয়ে উঠেছিলেন বছর তেইশের এই মিডফিল্ডার। তবে এটাই প্রথম নয়। গত ২০২১ সালে কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ দলের হয়ে কেরালার ফুটবল লিগে অভূতপূর্ব পারফরম্যান্স করেছিলেন সালাউদ্দিন।

Also Read | হরমনপ্রীতের নেতৃত্বে শ্রীলঙ্কায় ভারত, ত্রিদেশীয় একদিনের সিরিজে কবে থেকে শুরু?

কিন্তু তবুও তাঁকে ছাঁটাই করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। ধীরে ধীরে বদলেছে সময়। বর্তমানে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলের অন্যতম ভরসার মুখ হয়ে উঠেছেন এই ফুটবলার। এদিন তাঁর অ্যাসিস্ট থেকেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন সাহাল আব্দুল সামাদ। যা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করেছিল দলের ফুটবলারদের।