Sahal Abdul Samad: মোহনবাগানের সঙ্গে যুক্ত হওয়ার পরেই ফর্মের শিখরে সামাদ

“কোচ আমাকে স্বাধীনতা দিয়েছেন। মাঠের ওপর নিচে খেলতে পারছি। এই কৃতিত্ব কোচ “, মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ড সম্পর্কে এমনটাই বলেছিলেন সাহাল আব্দুল…

Sahal Abdul Samad, Mohun Bagan, signing, wedding gift, footballer, excitement

“কোচ আমাকে স্বাধীনতা দিয়েছেন। মাঠের ওপর নিচে খেলতে পারছি। এই কৃতিত্ব কোচ “, মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ড সম্পর্কে এমনটাই বলেছিলেন সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। এটা কেবল কথার কথা নয়। সবুজ মেরুন শিবিরে যুক্ত হওয়ার পর সত্যি সামাদের খেলা অনেকটা বদলেছে। ইন্ডিয়ান সুপার লীগের অনেক বিদেশি ফুটবলারের থেকে ভালো খেলছেন তিনি।

গোলের সুযোগ তৈরি করার ব্যাপারে এবার মুম্বই সিটি এফসির গ্রেগ স্টুয়ার্টের পরেই রয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টের সাহাল আব্দুল সামাদ। এবারের ইন্ডিয়ান সুপার লীগে স্কটিশ তারকা এখনও পর্যন্ত তিনটি বড় সুযোগ তৈরি করেছেন গ্রেগ। সামাদও তৈরি করেছেন তিনটি বড় সুযোগ। দুটো করে বড় সুযোগ তৈরি করেছেন নর্থ ইস্ট ইউনাইটেডের নেস্তর ও এফসি গোয়ার ইয়েল ভ্যান নেইফ।

Sahal Abdul Samad, Indian football star, in action during a match

ড্রিবেল করার ব্যাপারে বাগান তারকা আপাতত সবার সেরা। ১৩ বার সফল ড্রিবেল করেছেন তিনি। পিছনে ফেলে দিয়েছেন পাঞ্জাব এফসির হুয়ান মেরা, নেস্তর এবং ইস্টবেঙ্গলের নন্দকুমার শেখরকে।

ডিফেন্সে ডুয়েল জেতার ব্যাপারেও দক্ষতা দেখাচ্ছেন সামাদ। এ ব্যাপারে সবার আগে রয়েছেন ইস্টবেঙ্গলের সাউল ক্রেসপো। ২৮ বার ডুয়েল জিতেছেন তিনি। বাগানের সমান জিতেছেন ২৫ বার। ইন্ডিয়ান সুপার লীগের চলতি মরসুমে এখনও পর্যন্ত ২৫২ মিনিট খেলেছেন ভারতের এই উঠতি খেলোয়াড়।