ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত! ষষ্ঠী থেকে নবমীতে পড়বে কোন প্রভাব?

পুজোর মুখে দুঃসংবাদ দিল হাওয়া মোরগ। ফের তৈরি হচ্ছে আরবসাগরে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল বলেই জানা যাছে। তার প্রভাব কি উৎসব-মুখর…

পুজোর মুখে দুঃসংবাদ দিল হাওয়া মোরগ। ফের তৈরি হচ্ছে আরবসাগরে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল বলেই জানা যাছে। তার প্রভাব কি উৎসব-মুখর বাঙালির পুজোয় পড়বে?
এই নিম্নচাপ থেকে বাংলায় কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বাতাসে জলীয় বাষ্প থাকবে যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও কিছুটা থাকবে। ধীরে ধীরে বাতাসে জলীয় বাষ্প কমলে শুকনো হবে আবহাওয়া। তবে কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে।

পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে থাকবে উত্তুরে হাওয়া। পুজোর সময় তাই মনোরম হাওয়া থাকবে। ওদিকে নবমী ও দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এই দুদিন আংশিক মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

   

কলকাতায় আগামী ২ দিন আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে ধীরে ধীরে তা কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এবং মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস।