Attack On ED: সন্দেশখালির ‘তৃণমূল বাঘ’ শাহজাহান অধরা, রাজভবনে মুখ্যসচিবকে তলব

রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিল ইডি। সেই ঘটনার পর পলাতক এলাকার ‘তৃণমূল বাঘ’ বলে কুখ্যাত শেখ শাহজাহান। উত্তর ২৪ পরগনা জেলাপরিষদ মৎস্য কর্মাধক্ষকে…

রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হয়েছিল ইডি। সেই ঘটনার পর পলাতক এলাকার ‘তৃণমূল বাঘ’ বলে কুখ্যাত শেখ শাহজাহান। উত্তর ২৪ পরগনা জেলাপরিষদ মৎস্য কর্মাধক্ষকে শাহজাহানকে ঘিরে ফের রাজ্য ও রাজ্যপাল সংঘাত শুরু। এই পরিস্থিতিতে রাজ্যপালের তলব পেয়ে রাজভবনে মুখ্যসচিব বিপি গোপালিকা।

সন্দেশখালি কাণ্ডে রাজভবনে মুখ্যসচিবকে জরুরী তলব। আজ বিকেলেই যাচ্ছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। সন্দেশখালিকাণ্ডে আগেই রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল।

জানা যাচ্ছে গত পরশুদিন ইমেল পাঠানো হয়েছিল রাজভবনের তরফে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের কাছে। সন্দেশখালি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠান তিনি। তার আগে তিনি ইডি এবং সিআরপিএফের আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলেন। ইডি ডিরেক্টরের সঙ্গেও আলোচনায় বসেন। ইডি ডিরেক্টরের সঙ্গে আলোচনা করার পরেই তিনি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে জরুরী ভিত্তিতে তলব করেছেন। সন্দেশখালিতে কী কী ঘটনা ঘটেছিল যেমন ইডি আধিকারিকদের থেকে জানতে চেয়েছিলেন তেমনই মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রেশন দুর্নীতি নিয়ে জানতে চান।

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার পর (Attack On ED) পার হয়েছে পাঁচ দিন। কিন্তু এখনও অধরা তৃণমূল নেতা শেখ শাহজাহান। ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ইডি। শুক্রবার ইডি অভিযান হয় সন্দেশখালিতে। শাহজাহানের অনুগামী ও তৃণমূল সমর্থকদের হামলায় পালান ইডি অফিসাররা। সেই ঘটনার পর থেকে আত্মগোপনে তৃণমূল নেতা।

ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। শেখ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যে লুক আউট নোটিশ জারি করেছে ইডি। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়াকে নোটিশ পাঠানো হয়েছে। দেশের সবকটি বিমান বন্দরে পাঠানো হয়েছে সার্কুলার। শেখ শাহজাহানই নন, তাঁর পরিবারের সদস্যদের নামেও লুকআউট সার্কুলার জারি করা হয়েছে।