SAFF Championship: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে নামছে ভারত

আজ সন্ধ্যায় সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ব্লু টাইগার্স। প্রতিপক্ষ কুয়েত। পয়েন্ট টেবিল অনুসারে দেখতে গেলে উভয়ের ঝুলিতেই রয়েছে ৬…

SAFF Championship

আজ সন্ধ্যায় সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে ব্লু টাইগার্স। প্রতিপক্ষ কুয়েত। পয়েন্ট টেবিল অনুসারে দেখতে গেলে উভয়ের ঝুলিতেই রয়েছে ৬ পয়েন্ট। পাশাপাশি গোল পার্থক্যের নিরিখে ও সমান রয়েছে দুই দেশের অবস্থান। যারফলে, আজ ম্যাচ জিতেই কান্তিরাভা ছাড়ার পরিকল্পনা থাকবে উভয়ের।

হিসেবে অনুযায়ী এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের টিকিট বরাদ্দ হয়ে গিয়েছে এই দুই দেশের। তবুও আজ নিয়ম রক্ষার ম্যাচ। তবে এটিকে ছোটো করে দেখতে নারাজ দুইপক্ষ। কারন আজ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে চলে যাবে দল।

আসলে আজ যারাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাবে তাদের মুখোমুখি হতে হবে অন্য গ্রুপের রানার্স আপের সঙ্গে। সেই অনুযায়ী আজকের ম্যাচ কে খুব একটা জোর না দিলেও কুয়েতের বিরুদ্ধে দল নামানোর আগে যথেষ্ট সাবধানী কোচ ইগর স্টিমাচ। আসলে ক্লিনশিট রেখেই ম্যাচ শেষ করতে চাইছেন তিনি। শেষ আটটি ম্যাচের মধ্যে একটিতে ও গোল খায়নি ভারত। সেই ধারা বজায় রেখেই ফাইনালে পা দিতে চান স্টিমাচ।

গত পাকিস্তান ম্যাচে বিপক্ষে দলের খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন ভারতীয় দলের কোচ। যাযফলে, শেষ নেপাল ম্যাচে ডাগ আউটে থাকতে পারেননি তিনি। তবে কোচের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলেছেন ভারতীয় দলের সদস্য মহেশ গাওলি। তার তত্ত্বাবধানে ২-০ গোলে নেপাল ম্যাচ জিতেছে সুনীল ব্রিগেড। তবে এবার প্রতিপক্ষ কুয়েত।

পরিসংখ্যান অনুযায়ী দেখলে এখনো পর্যন্ত মোট ৩ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের মধ্যে। যেখানে মাত্র ১ বার জিততে পেরেছে ভারতীয় দল। বাকি দুইবার কুয়েত। তাই আজকের ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা ভালোই বুঝতে পারছেন সুনীল-সন্দেশরা।