২৩ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে মমতার সরকার, বিস্ফোরক মোদী

পঞ্চায়েত ভোটের প্রচার থেকে বারবার কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিস্ফোরক প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর (Modi)। তিনি দাবি করলেন পশ্চিমবঙ্গের তৃ়ণমূল সরকার…

PM Narendra Modi's Official Visit to the USA

পঞ্চায়েত ভোটের প্রচার থেকে বারবার কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিস্ফোরক প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর (Modi)। তিনি দাবি করলেন পশ্চিমবঙ্গের তৃ়ণমূল সরকার ২৩ হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িত।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রধানমন্ত্রী বলেন, গোরু পাচার, শিক্ষা দফতরে নিয়োগ, রোজভ্যালি সহ একাধিক দুর্নীতিতে জড়িত তৃ়ণমূূল সরকার। মোদীর দাবির পর তীব্র শোরগোল রাজ্যে।

প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট প্রচাারে আসেননি। তবে মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের সরকারকে তুলোধনা করেছেন। তিনি বলেন, দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবঙ্গের জনগণ। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রচার থেকে বারবার বলছেন, গ্রামঞ্চলের জনগন গরীব। তাদের জন্য বরাদ্দ টাকা আটকে দিয়েছে সরকার। আর প্রধানমন্ত্রী রাশিয়া, আমেরিকায় বিপুল খরচ করে যাচ্ছেন। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিশানা করে মোদী বলেন, টিএমসির বিরুদ্ধে ২৩,০০০ কোটি টাকারও বেশি অভিযোগ রয়েছে, পশ্চিমবঙ্গের মানুষ এই দুর্নীতি কখনো ভুলবে না। যেই ভাবে বাংলার সরকার সাধারণ মানুষকে দিনের পর দিন লুটেছে।

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে পাটনা বৈঠকে ডাকা বিরোধী দলগুলির বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তুলেছেন।