East Bengal : লাল-হলুদে একেবারেই শেষ বসুন্ধরা আশা!

সম্প্রতি কলকাতার ময়দানে থিতিয়ে গিয়েছে বসুন্ধরা গোষ্ঠীকে নিয়ে আলোচনা। এখন জল্পনা শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। তাহলে কি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে বসুন্ধরা (Basundhara) গোষ্ঠীর…

সম্প্রতি কলকাতার ময়দানে থিতিয়ে গিয়েছে বসুন্ধরা গোষ্ঠীকে নিয়ে আলোচনা। এখন জল্পনা শুরু হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। তাহলে কি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে বসুন্ধরা (Basundhara) গোষ্ঠীর বিনিয়োগের সম্ভবনা একেবারেই আর নেই? ডেইলি স্টারের এক প্রতিবেদন পড়ার পর এই প্রশ্ন উঠতে পারে।

ডেইলি স্টারের ইংরেজি সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে লেখা হয়েছে, “East Bengal try to woo Man Utd after Bashundhara negotiations fall through.” অর্থাৎ বসুন্ধরার সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের সাহায্য প্রার্থনায় ইস্টবেঙ্গল।

মঙ্গলবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পর ম্যানচেস্টার ইউনাইটেড সংক্রান্ত আলোচনা জোর পেয়েছে। তিনি বলেছিলেন, “দেখা যাক কী হয়। এটা সত্যি যে এরকম একটা কথাবার্তা চলছে। সময় এলে সব জানতে পারবেন। আশা করছি আগামী ১০-১২ দিনের মধ্যেই পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে।” সৌরভ এ-ও জানিয়েছেন যে বিনিয়োগকারী হিসেবে নয়, লাল হলুদে মালিকানা সত্ত্ব নিয়ে আসতে পারে ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী ক্লাব।

আসন্ন ট্রান্সফার উইন্ডো খোলার আগে বিনিয়োগকারী চূড়ান্ত হবে বলে আশা করছেন ইস্টবেঙ্গল কর্তারা। ক্লাবের পক্ষ থেকে যে একাধিক কোম্পানির সঙ্গে কথা চালানো হচ্ছে সে কথা আগেই জানা গিয়েছিল। সৌরভ নিজেও বলেছেন। কিছু দিন আগেও বসুন্ধরা গ্রুপের বিনিয়োগ সম্ভাবনা প্রবল বলে মনে হচ্ছিল।