Rudra Roy Gupta: মহামেডানকে একাই পাঁচ গোল দিল রুদ্র

আই লিগ সেরা হয়ে ইন্ডিয়ান সুপার লিগ খেলার পথে মহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র দল। ময়দানের অন্যতম প্রধান এই ক্লাবে উৎসবের মেজাজ। এরই মধ্যে তাদের জুনিয়র…

Rudra Roy Gupta

আই লিগ সেরা হয়ে ইন্ডিয়ান সুপার লিগ খেলার পথে মহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র দল। ময়দানের অন্যতম প্রধান এই ক্লাবে উৎসবের মেজাজ। এরই মধ্যে তাদের জুনিয়র দল হজম করল ৫ গোল। একাই পাঁচ গোল দিয়েছে রুদ্র রায় গুপ্ত (Rudra Roy Gupta)

মঙ্গলবার শ্যামনগরের তরুণ সংঘের মাঠে ফেডারেশনের সাব জুনিয়র ম্যাচে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব ও ইউনাইটেড স্পোর্টসের অনূর্ধ্ব ১৩ দল। ৫-২ গোলে ইউনাইটেড স্পোর্টস জয়লাভ করেছে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। এই ম্যাচেই পার্পল ব্রিগেডের উঠতি প্রতিভা রুদ্র রায় গুপ্ত দিয়েছে পাঁচ গোল।

   

রুদ্র একাই পাঁচ গোল দিলেও ইউনাইটেড স্পোর্টস দলগত খেলায় জিতেছে এই ম্যাচে। আক্রমণের পাশাপাশি রক্ষণ বিভাগেও ভালো খেলেছে দল। দুটির বেশি গোল করার মতো জায়গায় একাধিকবার পৌঁছে গিয়েছিল মহামেডান। ইউনাইটেড স্পোর্টসের রক্ষণ দৃঢ় থাকার সুবাদে দুটির বেশি গোল তারা দিতে পারেনি।

ম্যাচ শুরু হওয়ার তিরিশ মিনিটের মধ্যে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করে রুদ্র। ৩-০ গোলে লিড পেয়ে গিয়েছিল ইউনাইটেড স্পোর্টস। আসলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই সাব জুনিয়র লিগে এটাই ছিল ইউনাইটেড স্পোর্টসের শেষ ম্যাচে। তাদের হারানোর কিছু ছিল না। তাই খেলার শুরু থেকে আক্রমণাত্বক ফুটবলের দিকে মনোনিবেশ করেছিল তারা। যার ফলে এসেছে পরপর গোল।