Lok Sabha Election 2024: সম্পত্তির পরিমাণ ৭১৭ কোটি! প্রথম দফার নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থীকে চেনেন ?

বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছেলের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবার পুত্র ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024)…

Kamal And Nakul Nath

বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছেলের সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার। শুধু তাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবার পুত্র ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রথম দফার প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী। নির্বাচন কমিশনের হলফনামা থেকে এই তথ্য মিলেছে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথের কথা বলা হচ্ছে। ছিন্দওয়াড়ার কংগ্রেস প্রার্থী নকুলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭১৭ কোটি টাকা। প্রথম দফার প্রার্থীদের মধ্যে সম্পত্তির নিরিখে তিনিই প্রথম। শেষ ৫ বছরে নকুলের সম্পত্তি বেড়েছে প্রায় ৫৭ কোটি টাকার। 

নির্বাচনে কমিশনের সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার প্রার্থীদের মধ্যে সম্পত্তির নিরিখে সবার ওপরে রয়েছেন কংগ্রেসের নকুল নাথ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর এরোডের এআইএডিএমকে-র অশোক কুমার। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি টাকার বেশি। তামিলনাড়ুর শিবগঙ্গার বিজেপি প্রার্থী দেবনাথন যাদব তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তি ৩০৪ কোটি। সম্পত্তির নিরিখে প্রথম ১০ জন প্রার্থীর মধ্যে বিজেপির চারজন এবং কংগ্রেসের তিনজন রয়েছেন। ১৯ এপ্রিলের নির্বাচনের প্রার্থীদের গড় সম্পত্তি ৪.৫১ কোটি।

নির্বাচনী হলফনামায় নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন কমলপুত্র। রাজনীতিবিদের পাশাপাশি নকুল নাথ একজন শিল্পপতিও বটে। নির্বাচন কমিশনের হলফনামা বলছে, নকুল নাথের অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬৯ কোটি টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৪৮ কোটি। সব মিলিয়ে নকুলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭১৭ কোটি টাকা। ২০১৯ সালে কমলপুত্রের মোট সম্পত্তি ছিল ৬৬০ কোটি টাকা। অর্থাৎ, শেষ ৫ বছরে প্রায় ৫৭ কোটি টাকার সম্পত্তি বেড়েছে নকুলের। 

উল্লেখ্য, ২০১৯ সালের মতো এবারও মধ্যপ্রদেশে চার দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। প্রথম দফার ভোট ১৯ এপ্রিল, শেষ দফার ভোট ১৫ মে। ছিন্দওয়াড়ায় ভোটগ্রহণ হবে ১৯ এপ্রিল। কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত এই ছিন্দওয়াড়া। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এই আসন থেকে মোট ৯ বার জয়ী হয়েছেন। ২০১৯ সালে এই আসনে ছেলে নকুলকে প্রার্থী করেন কমল। ৩৭ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থী নাথান শাহকে হারান কমলপুত্র। সেবার জিতে প্রথমবারের জন্য লোকসভায় যান নকুল নাথ। এবারেও বাবা কমলের পয়া আসনে দাঁড়িয়েছেন ছেলেই।