ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে এসেছে জয়। গোল না পেলেও জিতেছে দল। খুশি হবেন রয় কৃষ্ণা (Roy Krishna)। বেঙ্গালুরু ফুটবল ক্লাব জয় পাওয়ার আগেই অবশ্য রয় কৃষ্ণার মুখে ফুটেছিল হাসি।
রয় কৃষ্ণার স্ত্রীর নাম নাজিয়া আলি। নাজিয়া সম্প্রতি একটি বিষয়ে সাফল্য পেয়েছেন। স্বামী হিসেবে রয় গর্বিত। সামাজিক মাধ্যমে নিজের মনে ভাবনা ইতিমধ্যে প্রকাশ করেছেন। কৃষ্ণার মতো তাঁর স্ত্রীও খেলার জগতের মানুষ। ফিফার একজিকিউটিভ প্রোগ্রামে গ্রাজুয়েট হয়েছেন নাজিয়া।
সোশ্যাল মিডিয়ায় নাজিয়া লিখেছেন, “Officially graduated from the FIFA executive program today – took a year of both online & face to face classes to get here. Proud to be part of the first cohort. Appreciate the connections & friendships made”।
গ্রাজুয়েট হওয়ার পর সার্টিফিকেট হাতে ছবি পোস্ট করেছেন কৃষ্ণা পত্নী। রয় সেই ছবি এবং পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেছেন। যার একটি পোস্টের ক্যাপশনে লিখেছেন, “প্রাউড হাসবেন্ড।” রয় কৃষ্ণার সময়টা এখন মোটের ওপর ভালোই যাচ্ছে। নতুন দলের হয়ে ইতিমধ্যে গোল করেছেন, বেঙ্গালুরু ফুটবল ক্লাব জয়ের সরণিতে রয়েছে, স্ত্রীও খুশির খবর শুনিয়েছে।