সাড়া ফেলে দিয়েছে এটিকে মোহন বাগানের জল্পনায় থাকা ফুটবলার

ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল। উয়েফা ইউরোপা কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল সম্প্রতি গোল করেছেন ওমনিয়া ক্লাবের ফুটবলার করিম আনসারিফার্ড (Karim Ansarifard)। করিম এটিকে মোহন বাগানে…

Karim Ansarifard scored against Manchester United

ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল। উয়েফা ইউরোপা কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল সম্প্রতি গোল করেছেন ওমনিয়া ক্লাবের ফুটবলার করিম আনসারিফার্ড (Karim Ansarifard)। করিম এটিকে মোহন বাগানে যোগ দিতে পারেন বলে এক সময় মনে করা হয়েছিল।

এবারের মরসুম শুরু হওয়ার আগের দল বদলের বাজারে জল্পনার অভাব ছিল না। এটিকে মোহন বাগান সম্পর্কেও একাধিক গুজব শোনা গিয়েছিল। তার মধ্যে অন্যতম করিম আনসারিফার্ড সম্পর্কিত গুজব। ৩২ বছর বয়সী ইরানের এই ফরোয়ার্ড বাগান যোগ দিতে পারেন বলে অনেকে দাবি করেছিলেন।

এশিয়ান এই ফুটবলারের বায়োডাটা চোখে পড়ার মতো। বিশ্বের বহু ক্লাবে খেলার এবং গোল করার অভিজ্ঞতা রয়েছে। অসাসুনা, অলিম্পিয়াকস, এইকে এইথেন্সের মতো ক্লাবে খেলেছেন। স্পেন, গ্রিস, ইংল্যান্ডের মাটিতে গোল রয়েছে তাঁর। ইরানের জাতীয় দলের হয়ে একশোর কাছাকাছি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোল করেছেন করিম। এবারের উয়েফা ইউরোপা লিগে রয়েছে তাঁর বর্তমান ক্লাব ওমনিয়া। গোল করলেও শেষ পর্যন্ত অবশ্য ইউনাইটেডের বিরুদ্ধে জিততে পারেননি। জিতলে নিশ্চই ইউরোপা লিগের এক অঘটন বলে বিবেচিত হতো।