সুনীল ছেত্রীর পরে কে? উত্তর খুঁজলেন শিশির ঘোষ

সম্প্রতি ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলেছেন, আইএসএলে ভারতীয় স্ট্রাইকার খেলানো হচ্ছে না, বলেই জাতীয় দলে কোনও ভারতীয় স্ট্রাইকার উঠে আসছে না। একমাত্র সুনীল ছেত্রী…

Former footballer Shishir Ghosh

সম্প্রতি ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলেছেন, আইএসএলে ভারতীয় স্ট্রাইকার খেলানো হচ্ছে না, বলেই জাতীয় দলে কোনও ভারতীয় স্ট্রাইকার উঠে আসছে না। একমাত্র সুনীল ছেত্রী (Sunil Chhetri) দীর্ঘদিন ধরে ভারতীয় দলের হয়ে পারফরম্যান্স করে আসছেন। সুনীলের পরে কে ?

এই প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠছে কিন্তু কোনও উত্তর পাওয়া যাচ্ছে না। লিস্টন কোলাসো, মনবীর সিং, উদান্ত সিংহ ভারতীয় দলের হয়ে ভালো পারফর্মেন্স মেলে ধরেছেন। কিন্তু তারা মূলত স্ট্রাইকার নয়, মনবীর উইঙ্গার, তাই প্রশ্ন উঠছে সুনীল ছেত্রীর পরে ভারতীয় আক্রমণভাগ কে সামলাবে? এ প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি । প্রাক্তন ভারতীয় স্ট্রাইকার শিশির ঘোষ স্টিমাচের সঙ্গে একমত। তিনি মনে করছেন ভারতীয় স্ট্রাইকাররা সুযোগ পাচ্ছে না বলেই জাতীয় দলের জন্য পারদর্শী হয়ে উঠতে পারছেন না ।

বিষয়ে প্রশ্ন করা হলে শিশির ঘোষ বলেন,‘ এ কথা ঠিক ভারতীয় স্ট্রাইকাররা আইএসএলে সুযোগ পাচ্ছে না তাই কোন ভাল স্ট্রাইকার উঠে আসছে না। সুনীল ছেত্রীর জায়গাটা এখনও ফাঁকা রয়ে গিয়েছে। ভালো স্ট্রাইকার উঠে আসছে না এটা একটা বড় সমস্যা । তৃণমূল স্তর থেকে আমাদের স্ট্রাইকার তুলে আনতে হবে। সাব ডিভিশন থেকে আমাদের নজর দিতে হবে ।এখন কলকাতা লিগ হয় না । আগে কলকাতা লিগ খেলে স্ট্রাইকাররা উঠে আসত। ভালো স্ট্রাইকার উঠে আসছে না বলেই আইএসএলে খেলানোর মতো রিক্স নেওয়া যাচ্ছে না ।’

একই সঙ্গে তিনি বলেন, ‘আসলে আমাদের দেশে অনেক সমস্যা রয়েছে ।যারা মাথার উপরে বসে রয়েছেন তাদের মধ্যেই সমস্যা রয়েছে। তাই ফুটবল খেলা এখন তেমন জনপ্রিয়তা পাচ্ছে না। স্ট্রাইকার উঠবে কোথা থেকে? যদি তৃণমূল স্তর থেকে ফুটবলার না তোলা হয়, সাব ডিভিশন স্তরে নজর দেওয়া না হয় তাহলে ভালো স্ট্রাইকার পাওয়া যাবে না।’