নিজেকে উজাড় করেও শেষরক্ষা করতে পারলেন না Roy Krishna

বৃহস্পতিবার রাতে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে হেরে গিয়েছে ফিজি। কাজে আসেনি রয় কৃষ্ণার (Roy Krishna) কোনও জারিজুরি। আসন্ন কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের তৃতীয় ম্যাচে ফিজি…

বৃহস্পতিবার রাতে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে হেরে গিয়েছে ফিজি। কাজে আসেনি রয় কৃষ্ণার (Roy Krishna) কোনও জারিজুরি। আসন্ন কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের তৃতীয় ম্যাচে ফিজি পরাস্ত। এর আগের ম্যাচে হারতে হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। 

ফিজির বিরুদ্ধে ম্যাচের স্কোরলাইন ১-২। রয় কৃষ্ণার দলের একজনকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। সেই সুযোগে আক্রমণে চাপ বাড়িয়েছিল পাপুয়া নিউগিনি। পরপর দুই ম্যাচে পরাজয়ের পর বিশ্বকাপের স্বপ্ন পূরণ হল না কৃষ্ণাদের।

   

Roy Krishna
প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে রয় কৃষ্ণা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রক্ষণাত্মক পরিকল্পনা নিয়েছিল ফিজি। তাতে কাজের কাজ কিছুই হয়নি। তাই পাপুয়া নিউগিনির বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে শুরু হয়েছিল ম্যাচে। ১২ মিনিটে এগিয়ে গিয়েছিল ফিজি। যদিও রয় গোল পাননি। বিরতির কিছু আগে থেকে ম্যাচের পাল্লা ঝুঁকে গিয়েছিল পাপুয়ার দিকে। 

Advertisements

ফিজির হয়েছে সিনিয়র দলের আগে বয়স ভিত্তিক টিমেও খেলেছেন রয়। ২০০৭ সাল থেকে খেলছেন জাতীয় দলের সিনিয়র টিমে। ৪০টির বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। করেছেন একুশটি গোল। পাপুয়া নিউগিনির বিরুদ্ধেও তিনি দাগ কাটতে মরিয়া।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News