ক্লাস শুরুর আগে গাইতে হবে জাতীয় সংগীত, নতুন নিয়ম মাদ্রাসায়

যোগীর রাজ্যে নতুন নিয়ম। এবার থেকে উত্তরপ্রদেশ জুড়ে সমস্ত মাদ্রাসায় পড়াশোনা শুরুর আগে গাইতে হবে জাতীয় সংগীত। রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত…

যোগীর রাজ্যে নতুন নিয়ম। এবার থেকে উত্তরপ্রদেশ জুড়ে সমস্ত মাদ্রাসায় পড়াশোনা শুরুর আগে গাইতে হবে জাতীয় সংগীত।

রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, নতুন সেশন থেকেই এই নিয়ম কার্যকর হবে। প্রতিদিন জাতীয় সংগীত আগে হবে। তারপর ক্লাস শুরু হবে মাদ্রাসাগুলিতে। ২০১৭ সালে বোর্ড স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করার প্রায় পাঁচ বছর পরে এই সিদ্ধান্ত নিল বোর্ড। চেয়ারপারসন ইফতিখার আহমদ জাভেদ বলেন, “বিভিন্ন স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আমরা মাদ্রাসার ছাত্রদের মধ্যেও দেশপ্রেম জাগাতে চাই যাতে তারা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের ইতিহাস ও সংস্কৃতি জানতে পারে। এটি ইতিমধ্যেই কিছু মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়া হয়েছে। আমরা আসন্ন অ্যাকাডেমিক সেশন থেকে এটি বাধ্যতামূলক করেছি।”

এছাড়া ডিজিটালাইজেশনের দিকেও ঝুঁকেছে বোর্ড। বৃহস্পতিবার চেয়ারপারসন ইফতিখার আহমদ জাভেদের নেতৃত্বে বোর্ডের সভায় পরীক্ষা, উপস্থিতি ও শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সেশনে শিক্ষকদের উপস্থিতির জন্য বায়োমেট্রিক সিস্টেম ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সুবিধাও দেওয়া হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড ছয়টি বিষয়ে পরীক্ষা পরিচালনার কথাও জানিয়েছে। এগুলি শুরু হবে ১৪ মে। চলবে ২৭ মে পর্যন্ত।