Accident: উল্টে গেল ২১ জন নিরাপত্তাকর্মী বোঝাই বাস, ভয়ানক পরিস্থিতি

প্রথম দফার লোকসভা নির্বাচন মিটতেই দেশে বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। শনিবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের ডিউটি শেষ করে মধ্যপ্রদেশের রাজগড়ে ফেরার পথে বেতুলের…

প্রথম দফার লোকসভা নির্বাচন মিটতেই দেশে বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। শনিবার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের ডিউটি শেষ করে মধ্যপ্রদেশের রাজগড়ে ফেরার পথে বেতুলের বারেথা ঘাটের কাছে পুলিশ ও হোমগার্ড কর্মীদের বহনকারী একটি বাস উল্টে গিয়েছে।

বাসে থাকা ২১ জন কর্মী আহত হন, যার মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শাহপুরের কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।  পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর চারটে নাগাদ বারেথা ঘাটের অর্জুন গোন্ডি জোড়ের কালভার্টের কাছে এমপি ১৩ পি ২২৩৩ ট্রাকের সঙ্গে সংঘর্ষে জওয়ানদের বহনকারী বাসটি উল্টে যায়। এদিকে খবর পেয়ে শাহপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের শাহপুর ও বেতুল হাসপাতালে পাঠানো হয়।

আহতরা  জানিয়েছেন, রাত একটার সময় বাসটি ছিন্দওয়াড়া থেকে রাজগড়ের উদ্দেশে রওনা দেয়। এরপর পথে হঠাৎ বিকট শব্দ হয় এবং বাসটি উল্টে যায়। আহতরা হলেন নরেন্দ্র সিং, সজ্জন সিং, রাহুল সোলাঙ্কি, রমেশ, দেবেন্দ্র ভার্মা, অখিলেশ বানওয়ারি, মনোহর লাল, মুকেশ, মাধব সিং, পর্বত সিং, নারায়ণ সিং, আসলাম, দীনেশ, রাম সিং, রামবাবু, ইন্দরপাল, ভগবান সিং, কেলারাম, আসিফ আলী, রাহুল ভার্মা, অখিলেশ, দীনেশ এবং অন্যান্যরা।

উল্লেখ্য, গতকাল ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় মধ্যপ্রদেশের ৬টি লোকসভা আসনে ভোট হয়। দেশের মোট ১০২টি আসনে ভোট হয়েছে। মধ্যপ্রদেশে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশ।