Latest Football News | নতুন নামে ISL খেলতে চলেছে এই ফুটবল ক্লাব

Latest Football News | সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৩-২৪ মরশুম।

Roundglass Punjab

Latest Football News | সব ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ২০২৩-২৪ মরশুম। সেই কথা মাথায় রেখেই নিজেদের সাধ্য ও পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাচ্ছে প্রত্যেকটি দল। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার চূড়ান্ত করার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে থাকে প্রত্যেকটি ক্লাব।

বিশেষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মানালো মার্কুইজের এফসি গোয়ার সক্রিয়তা ছিল অনেক আগে থেকেই। পরবর্তীতে ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস, চেন্নাইন ও মুম্বাই সিটির মতো দলগুলি। তবে খুব একটা পিছিয়ে নেই আইএসএলের নয়া দল হিসেবে উঠে আসা রাউন্ডগ্লাস পাঞ্জাব। হিরো আইএসএলে নিজেদের অভিযান শুরু করার আগে এবার নয়া চমক দিল এই দলটি।

শেষ ফুটবল মরশুমে সকলকে টেক্কা দিয়ে হিরো আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে এই দলটি। যারফলে, স্বাভাবিকভাবেই পরবর্তী মরশুম তথা আগত ফুটবল মরশুমে দেশের একেবারে প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট আইএসএলে খেলার ছাড়পত্র পেয়েছে তাদের দল। সেইমতো প্রস্তুতি ও শুরু হয়ে গিয়েছে তাদের তরফে। তবে এবার দলের নাম ও লোগোর ক্ষেত্রে বড়সড় বদল আনা হল তাদের তরফে।

গত ফুটবল মরশুম পর্যন্ত রাউন্ডগ্লাস পাঞ্জাব হিসেবে পরিচিত হলেও আইএসএলে এসেই বদলে ফেলা হল সেটি। যারফলে, নয়া মরশুমে পাঞ্জাব ফুটবল ক্লাব কিংবা “পাঞ্জাব এফসি” হিসেবেই বিবেচিত হবে এই ক্লাব। সেইমতো আজ প্রকাশ করা হয় নয়া নামাঙ্কিত লোগো।

তবে দল গঠনের ক্ষেত্রে ও খুব একটা পিছিয়ে নেই গতবারের আইলিগ জয়ীরা। দলের অন্যতম স্প্যানিশ তারকা জুয়ান মেরা কে সামনে রেখে এবার নিজেদের যুদ্ধের ঘুটি সাজাবে এই ক্লাব। একটা সময় স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর তত্ত্বাবধানে কোয়েস ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন জুয়ান। কোলাডোর সঙ্গে মাঠে যথেষ্ট ঝলমলে থেকেছেন এই তারকা। তবে বছর ঘুরতেই বদলে যায় পরিস্থিতি। বর্তমানে পাঞ্জাবের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই তারকা। এবার এই দলের হয়েই মাঠে নামতে দেখা যাবে লাল-হলুদের এই প্রাক্তনী কে।