ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বিজেপির প্রোটেকশন কমিটি : মমতা

ভোট পর্বের পরে গণনাও শেষ। তবে এখনো পর্যন্ত জ্বলছে বাংলার বেশ কিছু অংশ। রাজনৈতিক জটলা যেন কোনমতেই কাটছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রেস কনফারেন্সে…

Mamata Banerjee

ভোট পর্বের পরে গণনাও শেষ। তবে এখনো পর্যন্ত জ্বলছে বাংলার বেশ কিছু অংশ। রাজনৈতিক জটলা যেন কোনমতেই কাটছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রেস কনফারেন্সে বসেন। এবং সেখানে তিনি বিজেপিকে বেশ কয়েকবার নিশানা করেন।তিনি বলেন ফ্যাক্ট ফাইন্ডিং কোম্পানি বিজেপিকে প্রটেকশন দেয়।

মুখ্যমন্ত্রী আজ বলেন, উত্তরপ্রদেশে এনআরসি নিয়ে এত অত্যাচার হল, এনকাউন্টারের নামে অন্তত হাজার লোককে খুন করে দিয়েছে। কোথায় এনআরসি কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। এখানে বিজেপি নেতারা বলছেন, আমরা থাকলে এতদিনে এনকাউন্টার করে দিতাম। কাকে এনকাউন্টার করবে মানুষকে? নিজেদের কাউন্টার করতে গিয়ে মানুষকে এনকাউন্টার করতে যেও না।

   

এর সঙ্গেই তিনি দিল্লিকে নিশানা করে বলেন, রেসলাররা বসেছিল দিল্লিতে কত অত্যাচার হল কটা কমিশন গেছে? এনআরসি নিয়ে আন্দোলন করছিল দিল্লিতে কত লোকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হল কত লোকের ডেড বডি পাওয়া গেল না। কটা কমিশন গেছে?

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে বিজেপির প্রটেকশন জানিয়ে তিনি বলেন, আর এই দুই বছরে আমাদের এখানে এত সেন্ট্রাল এজেন্সি এত ফোর্স, এত ইডি এত সিবিআই। এত কিছু থাকা সত্ত্বেও ১৫৪ টা সেন্ট্রাল কমিশন এসেছে এখানে। ইনক্লুডিং ফ্যাক্ট ফাইন্ডিং। এটা বিজেপির প্রটেকশন কমিটি। বিজেপিকে প্রটেকশন দেয়। আরো বেশি করে প্রভোকেশন কমিটি, এটা কি আমি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বলি না।

দিল্লি থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পশ্চিমবঙ্গের ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। রবি শংকর প্রসাদ এসেছেন এবং তার সঙ্গে পাঁচ জনের একটি দল এসেছে। তারা নির্বাচনের সময় চারিদিকে যেভাবে খুন হয়েছে সেই হিংসা নিয়ে আজ তারা তদন্ত করতে এসেছে।বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জে সহিংসতা-আক্রান্ত এলাকাগুলিতে দলের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির সফরের নেতৃত্ব দিচ্ছেন।