Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিতের অধিনায়কত্ব নিয়ে জল্পনা শুরু বোর্ডে

টেস্ট বিশ্বকাপে হারার পর রোহিত শর্মার (Rohit Sharma) ফর্মের পাশাপাশি নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। তবে বিসিসিআই আধিকারিকরা এই মুহূর্তে এত কিছু বাবতে চাইছেন না। তাঁরা জানান, অন্তত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে অধিনায়ক হয়েই খেলবেন রোহিত শর্মা।

Rohit Sharma

টেস্ট বিশ্বকাপে হারার পর রোহিত শর্মার (Rohit Sharma) ফর্মের পাশাপাশি নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। তবে বিসিসিআই আধিকারিকরা এই মুহূর্তে এত কিছু বাবতে চাইছেন না। তাঁরা জানান, অন্তত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টে অধিনায়ক হয়েই খেলবেন রোহিত শর্মা।

পিটিআইকে বোর্ডের আধিকারিকরা জানান, “এখন রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। কিন্তু আগামী দু’বছর রোহিতই অধিনায়ক থাকবে কি না তা নিশ্চিত নয়। কারণ এর পর যখন ২০২৫ সালে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে তখন রোহিতের বয়স হবে ৩৮ বছর। সেটা ভাবাচ্ছে নির্বাচকদের।”

ডমিনিকা এবং পোর্ট অব স্পেনে একটি করে টেস্ট খেলবে ভারত। দুটোর একটিতেও যদি বড়ো খেতে না পারেন, তখন সমস্যা হতে পারে বলে জানান বোর্ডের ওই আধিকারিক। বিশেষত, কিছু মাস যাবৎ রোহিতের ফর্ম একেবারেই ছিল না বললে চলে।

পিটিআইকে ওই আধিকারিক আরো বলেন, “শিবসুন্দর দাসের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে বড় সিদ্ধান্ত নিতে হবে। রোহিতের ব্যাটিং ফর্মও দেখা হবে।’’

তবে ওয়েস্ট ইন্ডিজ টেস্টের পর এক্ষুনি আর কোনো টেস্টে খেলবে না ভারত। মাঝে এশিয়া কাপ বিশ্বকাপের মতো সাদা বলের বড়ো টুর্নামেন্ট খেলবে ভারত। অর্থাৎ, রোহিতের অধিনায়কত্ব নিয়ে ভাববার অধেশ সময় পাবে বোর্ড।

বিসিসিআইয়ের ওই আধিকারিক আরো বলেন, “রোহিতকে সরালে নতুন অধিনায়কের নামও ঘোষণা করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের পরে ডিসেম্বরের শেষ পর্যন্ত টেস্ট খেলবে না ভারত। তাই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক সময় পাবেন নির্বাচকেরা। তাড়াহুড়ো করে কোনও নাম ঘোষণা করতে হবে না।’’