Rohit Sharma: আফগানিস্তান সিরিজে খেলবেন? প্রশ্নের জবাব দিলেন রোহিত

কেপটাউন টেস্ট শেষে তিন দিন আগেই শেষ হয়েছে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর। এই সফরের পর টিম ইন্ডিয়াকে এখন দেশের মাটিতে দীর্ঘ মরসুম খেলতে হবে।…

Rohit Sharma

কেপটাউন টেস্ট শেষে তিন দিন আগেই শেষ হয়েছে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর। এই সফরের পর টিম ইন্ডিয়াকে এখন দেশের মাটিতে দীর্ঘ মরসুম খেলতে হবে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে টিম ইন্ডিয়ার বিপক্ষে ধারাবাহিকভাবে খেলবে তারা। আগামী ১১ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ম্যাচটি। রোহিত শর্মা (Rohit Sharma) এই সিরিজে খেলবেন কি না, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

কেপটাউনে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়ের পরও সাংবাদিক সম্মেলনে রোহিতের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। কিন্তু আবারও তা এড়িয়ে গেলেন রোহিত। রোহিত তখন এই প্রশ্নে খুব বেশি কিছু প্রকাশ না করে বলেছিলেন, “আমি জানি আপনার মন কোথায় যাচ্ছে। তবে এখন এই জয়ের (কেপটাউন টেস্ট) কথা বলা যাক।” টেস্ট সিরিজের আগে সাংবাদিক সম্মেলনেও একই রকম জবাব দিয়েছিলেন রোহিত শর্মা।

   

বিরাট কোহলির পাশাপাশি রোহিত শর্মার ফেরা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, দুই খেলোয়াড়ই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে ফিরতে চলেছেন রোহিত শর্মা। অন্যদিকে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব ও ঋতুরাজ গায়কওয়াড় ইনজুরিতে থাকায় আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তারা।

ভারত-আফগানিস্তান সিরিজের সূচি
১১ জানুয়ারি – প্রথম টি২০, মোহালি (সন্ধ্যা ৭টা)
১৪ জানুয়ারি – দ্বিতীয় টি২০, ইন্দোর (সন্ধ্যা ৭টা)
১৭ জানুয়ারি – তৃতীয় টি২০, বেঙ্গালুরু (সন্ধ্যা ৭টা)