Sports: মন্টু ঘোষ ক্রিকেট অ্যাকাডেমির অভিনব উদ্যোগ

Sports desk: এবার অভিনব উদ্যোগ শুরু করেছে মন্টু ঘোষ ক্রিকেট অ্যাকাডেমির। বাংলার আনাচে কানাচেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জুনিয়র ক্রিকেটার। তাদের টি টোয়েন্টি টুর্নামেন্টেই অংশগ্রহণ…

Montu Ghosh Cricket Academy

Sports desk: এবার অভিনব উদ্যোগ শুরু করেছে মন্টু ঘোষ ক্রিকেট অ্যাকাডেমির। বাংলার আনাচে কানাচেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য জুনিয়র ক্রিকেটার।

তাদের টি টোয়েন্টি টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে হয় বেশি। সেখানে টালিগঞ্জ অগ্রগামীর অধীন মন্টু ঘোষ ক্রিকেট অ্যাকাডেমি বিগত সপ্তাহে শুরু করেছে অনুর্ধ-১৫ ক্রিকেটারদের নিয়ে মন্টু ঘোষ চ্যালেঞ্জ কাপ।

   

এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে দুদিন ব্যাপী এবং প্রতিদিন তিন সেশন মিলিয়ে খেলা হবে মোট ৮০ ওভার। প্রতিটি দল একটি ম্যাচে দুবার করে ব্যাটিং’র সুযোগ পাবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারি দলের সংখ্যা মোট ২০। টিমগুলোকে ৫ গ্রুপে ভাগ করা হয়েছে।

গোটা এই টুর্নামেন্টের তত্ত্বাবধানে রয়েছেন বিশ্বজিৎ মুখার্জী, পুলক চ্যাটার্জী, বিভাস দাসের মতো ময়দানের উল্লেখযোগ্য ক্রিকেটারেরা।

কলকাতা ময়দানে মন্টু ঘোষ ক্রিকেট অ্যাকাডেমির এই ধরণের টুর্নামেন্ট আয়োজনের প্রভাব সুদূরপ্রসারী হবে অ্যাকাডেমির সকল কর্মকর্তাদের এমনটাই মত।