East Bengal : ইচ্ছা থাকলেও লাল-হলুদে আসার পথে বাধা পাচ্ছেন তারকা ফুটবলার

কথা এগিয়েও আটকে রয়েছে। ফুটবলার নিজেও আসতে রাজি। তাও এই দল বদল নিয়ে এখনই নিশ্চিত নয় ইস্টবেঙ্গল (East Bengal)। কারণ বাধ সাধছে সেই ফুটবলারের বর্তমান…

ritwik das

কথা এগিয়েও আটকে রয়েছে। ফুটবলার নিজেও আসতে রাজি। তাও এই দল বদল নিয়ে এখনই নিশ্চিত নয় ইস্টবেঙ্গল (East Bengal)। কারণ বাধ সাধছে সেই ফুটবলারের বর্তমান ক্লাব।

Advertisements

আরও পড়ুন: Amrinder Singh: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অমরিন্দর আসছেন ইস্টবেঙ্গলে

Advertisements

গত মাসেই শোনা গিয়েছিল ঋত্বিক দাসের নাম। ইস্টবেঙ্গল তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে জানা গিয়েছিল। বিগত কয়েক দিন কথা আরও এগিয়ে থাকতে পারে। এও শোনা গিয়েছিল যে ট্রান্সফার ফি দিয়েও লাল হলুদ শিবির রাজি। এতো কিছুর পরেও তীরে এসে তরি ডুবতে পারে।

আরও পড়ুন: Bikash Yumnam: এই ডিফেন্ডার’কে দলে পাচ্ছে না ইস্টবেঙ্গল

জামশেদপুর ফুটবল ক্লাব থেকে ঋত্বিক দাসকে দলে নেওয়ার আগে ইস্টবেঙ্গলকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হচ্ছে। এক, ফুটবলার নিজে লাল হলুদ জার্সি পরে খেলতে রাজি কি না। দুই, ট্রান্সফার ফি। তিন, জামশেদপুর ফুটবল ক্লাবের সম্মতি। এই তিন নম্বর পয়েন্টে এসে থমকে রয়েছে দল বদল প্রক্রিয়া। জামশেদপুর রাজি না হলে ট্রান্সফার সম্ভব নয়।

আরও পড়ুন: Emami East Bengal : সাইড ব্যাক সমস্যা মেটানোর পথে ইস্টবেঙ্গলর

গত মরসুমে জামশেদপুর এফসির জার্সিতে মাঝমাঠে দাপিয়ে ফুটবল খেলে চমকে দিয়েছিলেন এই বাঙালি ফুটবলার। ২০২১-২২ মরসুমে ঋত্বিক মাঝমাঠের বাম প্রান্ত থেকে জামশেদপুরের দায়িত্ব পালন করেছিলেন। এই মিডফিল্ডার ১৯ টি ম্যাচে চারটি গোল এবং একটি অ্যাসিস্ট করেন। ২৫ বছর বয়সী এই তরুণ ভারতীয় ফুটবলার তাঁর স্কিল দিয়ে সব ফুটবলপ্রেমীদের প্রভাবিত করেছেন।