Rape-Murder Case: আরজি কর কাণ্ডের আবহে বিশেষ বার্তা নন্দকুমারের

বর্তমানে আরজি কর মেডিকেল কলেজের নৃশংস (RG Kar Medical College Rape-Murder Case) ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। আমজনতা থেকে তারকা রাজপথে নেমে সকলের একটাই দাবি…

RG Kar Medical College Rape-Murder Case: Special Message from East Bengal's Nandhakumar Sekar

বর্তমানে আরজি কর মেডিকেল কলেজের নৃশংস (RG Kar Medical College Rape-Murder Case) ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। আমজনতা থেকে তারকা রাজপথে নেমে সকলের একটাই দাবি অভিযুক্তদের শাস্তি চাই। এই পরিস্থিতিতে কলকাতা থেকে সরানো হয়েছে ডুরান্ড কাপের একাধিক ম্যাচ। যারফলে বুধবার শিলংয়ে গিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলতে হয়েছে ইমামি ইস্টবেঙ্গল দলকে। যেখানে এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষ ক্লাব শিলং লাজং এফসি।

   

প্রথমার্ধের শেষে মার্কোস রুডওয়ারের গোলে দল এগিয়ে থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটের মাথায় গোল করে ইস্টবেঙ্গলকে সমতায় ফেরান নন্দকুমার সেকার।‌ বলতে গেলে লাল-হলুদের জার্সিতে আজ গোটা মাঠ জুড়ে একাই দাপিয়ে বেড়িয়েছেন এই ভারতীয় উইঙ্গার। বল পায়ে একাধিকবার লাজংয়ের রক্ষণভাগে হানা দিয়েছিলেন তিনি। আগে একবার গোলের সুযোগ আসলেও পোস্টে লেগে ফিরে আসে সেই বল।

নাহলে অনেক আগেই গোলের মুখ খুলে ফেলতো ইস্টবেঙ্গল। তবে বহু প্রতীক্ষিত গোল আসার পরেই জার্সি তুলে বিশেষ বার্তা দেন নন্দকুমার সেকার। যেখানে লেখা ‘রেসপেক্ট ওমেন।’ অর্থাৎ মহিলাদের যথাযথ সম্মান করুন। শেষ পর্যন্ত লাজং এফসির কাছে পরাজিত হতে হলেও তাঁর এই বার্তা মন জয় করেছে সকলের।

উল্লেখ্য, গত কয়েকদিনে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে একাধিক ফুটবলারদের। এবার বিশেষ পদ্ধতি অবলম্বন করে নারীদের যথাযথ সম্মান করার বার্তা দিলেন জাতীয় দলের এই ফুটবলার। তবে এই জয়ের সুবাদে আগামী ২৫শে আগস্ট নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে ডুরান্ডের সেমিফাইনাল খেলবে লাজং এফসি।