RFDL: পাঞ্জাবের বিপক্ষে এবার বদলার লড়াই ইস্টবেঙ্গলের

RFDL: এবারের ফুটবল মরশুমে বেগ পেতে কিছুটা সময় লেগেছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে এগিয়ে থেকে আটকে যেতে হলেও পরবর্তীতে একের পর…

East Bengal Set to Battle Punjab in Crucial Clash

RFDL: এবারের ফুটবল মরশুমে বেগ পেতে কিছুটা সময় লেগেছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে এগিয়ে থেকে আটকে যেতে হলেও পরবর্তীতে একের পর এক ম্যাচে সহজ জয় পেয়ে ফাইনালে উঠেছিল দল। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি নিশ্চিত করা সম্ভব হয়নি। পড়শী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজিত হয়ে খেতাব হাতছাড়া হয়েছিল তাদের। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে কলিঙ্গ সুপার কাপ থেকে ঘুরে দাঁড়ায় কলকাতা ময়দানের এই প্রধান দল। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ক্লেটনদের।

Hugo Boumous: চেন্নাইয়িন এফসিতে হুগো বুমোস? জানুন সম্ভাবনা কতটা

   

শেষ পর্যন্ত ওডিশা এফসিকে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জয় করে লাল-হলুদ শিবির। সেই ধারা ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে বজায় রাখার লক্ষ্য থাকলেও তা কার্যত পূরণ করা সম্ভব হয়নি। একের পর এক ম্যাচে ধরাশায়ী হতে হয় মশাল ব্রিগেডকে। যারফলে, টুর্নামেন্টের প্লে-অফে যাওয়া একটা সময় কার যত অসম্ভব হয়ে যায় কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের পক্ষে। কিন্তু নিজেদেরকে টিকিয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচে জয় সুনিশ্চিত করতে হত নন্দ-মহেশদের। সেক্ষেত্রে, টানা দুইটি ম্যাচে কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসির বিপক্ষে সহজ জয় আসলেও তাদের পরাজিত হতে হয় লিগের শেষ ম্যাচে।‌ ভার্জেটিসের পাঞ্জাব এফসির কাছে।

Shyamal Besra: বিষ্ণু-সায়নদের সঙ্গে নজর কাড়ছেন শ্যামল

টুর্নামেন্টের এই নতুন দলের কাছে পরাজিত হয়েই চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যায় লাল-হলুদ শিবির। সেই হতাশা এখনো রয়েছে সমর্থকদের মধ্যে। দেখতে দেখতে শেষ হয়ে গিয়েছে এবারের আইএসএল। এখন নতুন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। তবে এখনো বাকি রয়ে গিয়েছে রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের ফাইনাল। যেখানে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি। মুথূট ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে একদিকে যেমন ফাইনালে উঠেছে লাল-হলুদ শিবির, অন্যদিকে শক্তিশালী বেঙ্গালুরু এফসির জুনিয়র দলকে পরাজিত করে ফাইনালে উঠে এসেছে পাঞ্জাব।

East Bengal: বিনো জর্জ বুঝিয়ে দিচ্ছেন ক্লাব কেন ভরসা করে তাঁর ওপর

বলতে গেলে, এবছর এক নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় এই ফুটবল লিগ। এই টুর্নামেন্টেই নিজেদের চেনা ফর্ম ধরে রাখতে মরিয়া ইস্টবেঙ্গল। বলতে গেলে, আইএসএলের সেই শেষ ম্যাচের কথা মাথায় রেখেই এবার বদলা নেওয়ার লক্ষ্য থাকবে সায়ন-বিষ্ণুদের।