Relief for Mohun Bagan: কবে থেকে মাঠে নামবেন আনোয়ার? জানা গেল এবার

এই ফুটবল সিজনে আনোয়ার আলি (Anwar Ali) ছিটকে যাওয়ার পর যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। রক্ষণভাগে যথেষ্ট প্রভাব পড়তে থাকে প্রত্যেক ম্যাচে।…

Anwar Ali

এই ফুটবল সিজনে আনোয়ার আলি (Anwar Ali) ছিটকে যাওয়ার পর যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। রক্ষণভাগে যথেষ্ট প্রভাব পড়তে থাকে প্রত্যেক ম্যাচে। সেজন্য, এই সিজনের এএফসি কাপের গ্ৰুপ পর্বের শুরুতেই ছিটকে যেতে হয়েছে কলকাতা ময়দানের এই প্রধানকে। যা নিয়ে প্রচন্ড হতাশ ছিল দলের সমর্থকরা। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল মেরিনার্সদের‌।

কিন্তু ম্যাচ যতই এগিয়েছে ততই চাপে পড়তে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। ইন্ডিয়ান সুপার লিগে তারা তিন ম্যাচে পরাজিত হতে হয়েছে তাদেরকে। বলতে গেলে প্রতি ম্যাচই একেবারে হতশ্রী অবস্থা দেখা দিয়েছিল মোহনবাগানের রক্ষণভাগের। আসলে আনোয়ার আলীর অনুপস্থিতি দলের মধ্যে যে এতটা প্রভাব গড়ে দেবে তা হয়তো ভাবতে পারেনি কেউ।

তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের শুরুতে লুধিয়ানা থেকে কলকাতায় উড়ে আসেন আনোয়ার আলী। বেশ কয়েকদিন দলের সাথে অনুশীলন করার পর আইএসএলের প্রথম ডার্বিতে সবুজ জার্সিতে মাঠে নামেন তিনি। কিন্তু খেলতে পারেন মাত্র ১৪ মিনিট। তারপরেই ফির ঘটে যায় বিপত্তি। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য মাঠ থেকে তুলে নেওয়া হয় এই দাপুটে ডিফেন্ডারকে।

যারফলে, প্রবলচাপে পড়ে যায় মোহনবাগান। লাল-হলুদের আক্রমণে কার্যত দিশেহারা হওয়ার মতো পরিস্থিতি দেখা দেয় হাবাসের ছেলেদের। চোট কাটিয়ে মাঠে ফিরে ফের চোটের কবলে পড়ায় চিন্তা বাড়তে থাকে দলের অন্দরে।

তবে যতদূর জানা গিয়েছে, খুব একটা গুরুতর নয় আনোয়ারের চোট। তাই আসন্ন হায়দরাবাদ ম্যাচে মাঠে নামা সম্ভব না হলেও আগামী গোয়া ম্যাচ থেকে খেলতে পারবেন আনোয়ার। উল্লেখ্য, এবারের আইএসএলে অন্যতম সক্রিয় ভূমিকা পালন করছে গোয়া। তাদের আটকাতে পারলেই ফের শীর্ষে ওঠার সুযোগ চলে আসবে মোহনবাগানের কাছে।