East Bengal: রিলায়েন্স লিগের সূচি প্রকাশ লাল-হলুদের, কাদের বিপক্ষে অভিযান শুরু?

325
East Bengal football club players celebrating a goal

চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হতে চলেছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ। যা নিয়ে এখন থেকেই সরগরম কলকাতা ময়দান। কিন্তু টুর্নামেন্টের খেলা কলকাতার ময়দানে না হলেও তুঙ্গে রয়েছে উন্মাদনা। ঘোষিত সূচি অনুসারে নৈহাটি, বারাকপুর, ও কল্যাণীর স্টেডিয়াম গুলিতেই আয়োজিত হবে এই লিগের সবকটি ম্যাচ।

সেজন্য অনেক আগে থেকেই জোরকদমে প্রাকটিস শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। সেইমতো রিলায়েন্সের এই ডেভেলপমেন্ট লিগের কথা মাথায় রেখে নিজেদের দলের জন্য গতকাল ৫ জন অনুর্ধ্ব ২৩ ফুটবলার কে ও সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। এবার ক্লাবের তরফ থেকে প্রকাশিত হল লিগের সময় সূচি। নিজেদের স্যোশাল সাইট থেকে নিজেদের অবস্থান বজায় রেখে গোটা লিগের সময় সূচি ছাড়া হয় তাদের তরফে।

সেইমতো, আগামী ১৪ মার্চ অর্থাৎ লিগের একেবারে প্রথম দিনেই ইউনাইটেড স্পোর্টস ফুটবল ক্লাবের বিপক্ষে বারাকপুরে নিজেদের অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। তারপর ১৭ তারিখ নৈহাটি স্টেডিয়ামে নিউ আলিপুর সুরুচি সংঘের মুখোমুখি হবে তুহিনরা। ঠিক দুদিন পর কল্যাণীতে ইস্টবেঙ্গল কে খেলতে হবে ওডিশা এফসির বিরুদ্ধে। এরপর আবার দুদিন বিশ্রাম নিয়েই ফের ডার্বিতে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। যেটি আয়োজিত হবে নৈহাটি স্টেডিয়ামে। তারপর ২৬ তারিখ জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলার পর, ২৯ তারিখ মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ডার্বি খেলে গ্রুপ স্টেজের অভিযান শেষ করবে লেসলি ক্লডিয়াস সরনীর এই ক্লাব।

Reliance League schedule release of East Bengal,

উল্লেখ্য, গতবারের তুলনায় এবছর যথেষ্ট বৃহৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত হচ্ছে এই লিগ টুর্নামেন্ট। যারফলে, নিজেদের সেরাটা দিতে মরিয়া সকলেই। সেই মর্মেই গতকাল বেশকিছু ফুটবলারদের সই করিয়েছে লাল-হলুদ। যাদের মধ্যে রয়েছে তুহিন দাস,অমরজিত সিং, হিমাংশু জাংরা ও অতুল উন্নিকৃষ্ণনের মতো তারকারা। আদৌ কতটা সফল হয় এই তরুন তারকারা, এখন সেদিকেই নজর সকলের।