I League: টানা ৫ ম্যাচ অপরাজিত থেকেও মহামেডানকে ছুঁতে পারল না রিয়াল কাশ্মীর

কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার দিকে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার আই লিগের (I League) ম্যাচে নেমেছিলেন রিয়াল কাশ্মীর। এদিনও তারা অপরাজিত। বিগত পাঁচ ম্যাচে…

i league

কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার দিকে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার আই লিগের (I League) ম্যাচে নেমেছিলেন রিয়াল কাশ্মীর। এদিনও তারা অপরাজিত। বিগত পাঁচ ম্যাচে হারেনি রিয়াল কাশ্মীর। তবুও মহামেডান স্পোর্টিং ক্লাবের থেকে তাদের পয়েন্ট পার্থক্য অনেক।

রবিবার আই লিগের প্রথম ম্যাচে রিয়াল কাশ্মীরের ম্যাচ ছিল দিল্লি এফসির বিরুদ্ধে। ম্যাচের ফলাফল ১-১। ৮২ মিনিটে নবীন কুমারের আত্মঘাতী গোলে কোনওরকমে হার বাঁচিয়েছে রিয়াল কাশ্মীর। এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে উপত্যকার ফুটবল দলকে।

আসলে রিয়াল কাশ্মীর বিগত কয়েক ম্যাচে না হারলেও পয়েন্ট নষ্ট করেছে ধারাবাহিকভাবে। পরপর তিন ম্যাচে ড্র। সব মিলিয়ে ছয়টি ম্যাচ ড্র করেছে তারা। এখানেই সুবিধা পেয়ে গিয়েছে মহামেডান। চলতি আই লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাপ্ত পয়েন্ট ৪৫। এই প্রতিবেদন লেখার সময় নেরোকা বনাম মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ চলছিল। সাদা কালো ব্রিগেড জিতলে পয়েন্ট হবে আরও বেশি। এবারের আই লিগে মহামেডান এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচে হেরেছে।

 

দ্বিতীয় স্থানে থাকা রিয়াল কাশ্মীর ২০ ম্যাচ খেলে অর্জন করেছে ৩৬ পয়েন্ট। মানে মহামেডানের থেকে নয় পয়েন্টের তফাৎ। তৃতীয় স্থানে থাকা গোকুলাম কেরালা এফসিও রয়েছে ৩৬ পয়েন্টে। ফলত কলকাতার ব্ল্যাক প্যান্থাররা আই লিগ কার্যত তাদের হাতের মুঠোয় এনে ফেলেছে। বিগত কয়েক মরসুমে মহামেডান ভালো খেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত লিগ জিততে পারেনি। এবার সেই আক্ষেপ হয়তো ঘোচাতে পারবেন সাদা কালো ব্রিগেডের সমর্থকরা।