BJP: পাহাড়ের পদ্মশিবিরে দ্বন্দ ,সতর্কবার্তা বিজেপি বিধায়কের

লোকসভা নির্বাচনের আগে ফের পারদ চড়েছে পাহাড় জুড়ে। সেই পারদের প্রভাব পড়েছে গেরুয়া শিবিরে । এখনও পর্যন্ত দার্জিলিংয়ের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। গতবার রাজু বিস্তকে…

bjp

লোকসভা নির্বাচনের আগে ফের পারদ চড়েছে পাহাড় জুড়ে। সেই পারদের প্রভাব পড়েছে গেরুয়া শিবিরে । এখনও পর্যন্ত দার্জিলিংয়ের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। গতবার রাজু বিস্তকে প্রার্থী করেছিল বিজেপি। তাতে জয়ী হয়েছিলেন রাজু বিস্ত। এবার কাকে প্রার্থী করা হবে তা নিয়েই জল্পনা ক্রমশ বাড়তে থাকছে।

এই জল্পনার মাঝেই দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা রীতিমতো সুর চড়িয়েছেন। তিনি স্পষ্টতই দলকে সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন, যদি রাজু বিস্তকে এবার প্রার্থী করা না হয় দার্জিলিংয়ে তাহলে তিনি নির্দল হয়ে লড়াই করবেন।

রাজ্যে সপ্তম দফায় ভোট হওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। আর সেই সপ্তম দফার মধ্যে দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিংয়ে। অর্থাৎ ২৬ এপ্রিল সেই দ্বিতীয় দফার ভোট গ্রহণ। সেদিন রাজ্যে দার্জিলিং ছাড়াও ভোট হবে রায়গঞ্জ এবং বালুরঘাটে।

কিন্তু দার্জিলিং কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি বিজেপি। প্রতিবারই দার্জিলিং কেন্দ্রে প্রার্থী বদল করা হয়। প্রথমে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করেছিল বিজেপি। গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়ে সেই ভোটে জয় পায় গেরুয়া শিবির। তার পরের বার আবার রাজু বিস্তকে প্রার্থী করা হয়। এতে জয়লাভ করে রাজু বিস্ত। কিন্তু এবার কাকে প্রার্থী করা হবে তা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে অনেকেই।

শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু আগেই প্রার্থী ঘোষণা করে ফেলেছে সেখানে। বিজেপি বিধায়ক নিরজ জিম্বা কিন্তু রীতিমতো সতর্কবার্তা দিয়েছেন দলকে। প্রার্থী না করলে নির্দল হয়ে লড়বেন তিনি। তবে পাহাড়ে প্রার্থী হিসেবে আবার হর্ষবর্ধন শ্রীংলার নাম নিয়েও কানাঘুষো চলছে অনেকের মধ্যে। ইতিমধ্যেই তাঁকে দেখা গিয়েছে পাহাড়ে । তিনি আবার দেশের প্রাক্তন বিদেশ সচিব তাই তাঁকেই হয়ত প্রার্থী করা হবে বলে মনে করছেন পাহাড়বাসী।