ডুরান্ড কাপের (Durand Cup 2024) কোয়ার্টার খেলার জন্য শিলং গিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। পুরো শক্তির দল নিয়েই পাড়ি দিয়েছেন কার্লেস কুয়াদ্রত অ্যান্ড কোং। ম্যাচের এক দিন আগেই শিলং গেল ইস্টবেঙ্গল। সোমবারের প্র্যাকটিস শেষ করে বিমান ধরেছিল ইস্টবেঙ্গল স্কোয়াড। বিমানে কলকাতা থেকে শিলং যেতে ঘন্টা দেড়েক সময় লাগে।
‘দোষীদের ফাঁসি হোক…’, প্রতিবাদে সরব মহমেডান কর্তা
ডুরান্ড কাপে দুরন্ত ফর্মে রয়েছে লাল হলুদ ব্রিগেড। খাতায়-কলমে ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই পিছিয়ে শিলং লাজং। প্রিয় দলের সহজ জয় আশা করছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। নিজেদের ঘরের মাঠে শিলং লাজংও সহজে জমি ছাড়বে না। যোগ্য দল হিসেবেই তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। চলতি ডুরান্ড কাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচে তারা হারেনি।
গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে এফসি হওয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল শিলং লাজং। তার আগে রাংদাজিয়াদের বিরুদ্ধে ২-০ গোলে জয়, নেপিয়ার আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে শিলং লাজং জিতেছিল ১-০ গোলে। পরিসংখ্যান ইস্টবেঙ্গলের অনুকূলে থাকলেও খেলার মাঠে সবই সম্ভব। অনেক সময় পিছিয়ে থাকা দলের কাছে ধরাশায়ী হয় হেভিওয়েট দল। তাই কোনওরকমের ঝুঁকি নিতে চাইছেন না ইস্টবেঙ্গল এফসির কোচ কার্লেস কুয়াদ্রত।
বিলম্বিত বোধদয়? আরজি কর কাণ্ডে প্রতিবাদের গর্জন সৌরভের
কলকাতা থেকে হঠাৎ শিলংয়ে গেলে ফুটবলারদের সমস্যা হতে পারে। তাছাড়া ওখানে কৃত্রিম ঘাসের মাঠ। কলকাতায় ঘাসের মাঠে খেলার পর কৃত্রিম মাঠে মানিয়ে নেওয়ার জন্য ফুটবলারদের সময় লাগতে পারে। বিশ্রামের ব্যাপারটাও মাথায় রাখতে হচ্ছে। সব মাথায় রেখেই হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরিয়েছে ইস্টবেঙ্গল।