‘দোষীদের ফাঁসি হোক…’, প্রতিবাদে সরব মহমেডান কর্তা

আরজি কর কাণ্ডের আঁচ ইতিমধ্যেই কলকাতা ফুটবলে (Kolkata Derby) এসে পড়েছে। এই ঘটনায় এবার মন্তব্য করলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইস্তিয়াক আহমেদ রাজু। তিনি স্পষ্ট…

Kolkata Derby

আরজি কর কাণ্ডের আঁচ ইতিমধ্যেই কলকাতা ফুটবলে (Kolkata Derby) এসে পড়েছে। এই ঘটনায় এবার মন্তব্য করলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের সচিব ইস্তিয়াক আহমেদ রাজু। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘প্রতিবাদ করার অধিকার সকলেরই রয়েছে। দোষীদের ফাঁসি হোক।’

   

বিলম্বিত বোধদয়? আরজি কর কাণ্ডে প্রতিবাদের গর্জন সৌরভের

আরজি কর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ আপাতত ক্ষোভে ফুটতে শুরু করেছে। এই আন্দোলনের প্রভাব সম্প্রতি কলকাতা ডার্বির উপরেও পড়েছে। গত রবিবার কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বি ম্যাচ আয়োজন করার কথা ছিল। কিন্তু, শেষপর্যন্ত আরজি কর কাণ্ডের আঁচ এই খেলাতেও পড়েছে। শনিবার প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় এই ম্যাচে পর্যাপ্ত পুলিশকর্মী পাওয়া যাবে না বলে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কলকাতা ডার্বি (Kolkata Derby) ম্যাচ বাতিল হওয়ার পরই বাংলার ফুটবল সমর্থকরা রাগে ফেটে পড়েন। রবিবার বিকেল চারটে থেকে তাঁরা সল্টলেক স্টেডিয়ামের সামনে শান্তিপূর্ণ মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রশাসনিক ব্যর্থতার কারণে একটা সময় এই মিছিল কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশকে শেষপর্যন্ত লাঠিচার্জ করতে হয়। প্রাথমিকভাবে এই মিছিলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা অংশগ্রহণ করেছিলেন। তারপর মহমেডান সমর্থকরাও এই মিছিলে যোগ দিয়েছিলেন।

 

এই প্রসঙ্গে রাজু বললেন, ‘আমাদের ক্লাব থেকে এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করার কোনও নির্দেশ দেওয়া হয়নি। তবে ওরা যে প্রতিবাদ করেছে, সেটা আমি অবশ্যই সমর্থন করি। প্রতিবাদ করার অধিকার সকলেরই রয়েছে। এটা ভালো। আমরা সকলেই চাইছি,যত তাড়াতাড়ি সম্ভব রায় আসুক।’

সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমরা চাই যে মৃত চিকিৎসক যেন সুবিচার পায়। আমি মনে করি, দোষীদের ফাঁসি ছাড়া ওই তরুণীর প্রতি সুবিচার করা সম্ভব হবে।’