HomeSports NewsBowling Rankings: টেস্ট ক্রিকেটে রবি-উদয়, প্রথম দশে ৩ ভারতীয়

Bowling Rankings: টেস্ট ক্রিকেটে রবি-উদয়, প্রথম দশে ৩ ভারতীয়

- Advertisement -

টেস্ট বোলারদের নতুন ক্রম তালিকা (Bowling Rankings) প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। নতুন ক্রম তালিকায় লাভবান হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। যার ফলে আইসিসি ক্রম তালিকায় সুবিধা পেয়েছেন তিনি। আইসিসি টেস্ট পয়েন্ট টেবিলে এক নম্বর বোলার হয়ে উঠেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিনের থেকে পিছিয়ে রয়েছেন জসপ্রীত বুমরাহকে। একই সঙ্গে কুলদীপ যাদবও আইসিসি টেস্ট ক্রম তালিকায় অনেকটা এগিয়ে যেতে পেরেছেন। আপডেট হওয়া লিস্টে অশ্বিনের রেটিং পয়েন্ট ৮৭০। দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। তাঁর ঝুলিতে রয়েছে ৮৪৭ রেটিং পয়েন্ট। ভারতীয় দলের সুপারস্টার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ রয়েছেন তিন নম্বরে। তাঁর ঝুলিতে রয়েছে ৮৪৭ রেটিং পয়েন্ট। চার নম্বরে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তাঁর ঝুলিতে রয়েছে ৮৩৪ রেটিং পয়েন্ট।

   

রবিচন্দ্রন অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবং টিম ইন্ডিয়ার সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ঐ সিরিজে মোট ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টটি তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ ছিল। এই ম্যাচে তিনি মোট ৯ উইকেট নিয়েছিলেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন। এছাড়া ভারতের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডও এখন রয়েছে অশ্বিনের নামে।

আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট তিনজন ভারতীয়। এর মধ্যে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ। রবীন্দ্র জাদেজা রয়েছেন সাত নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭৮৮। লাভবান হয়েছেন ভারতের কুলদীপ যাদব। ১৫ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি। তাঁর ঝুলিতে ৬৮৬ পয়েন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চার ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular