Mamata on Arjun: ‘অর্জুন বিজেপি ছাড়েনি’, জানিয়ে দিলেন মমতা

‘অর্জুন (Arjun Singh) বিজেপি ছাড়েনি, ও বিজেপির টিকিটেই সাংসদ আছে।’ এবার অর্জুন সিংকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের…

‘অর্জুন (Arjun Singh) বিজেপি ছাড়েনি, ও বিজেপির টিকিটেই সাংসদ আছে।’ এবার অর্জুন সিংকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

লোকসভা ভোটের প্রার্থী তালিকায় জায়গা হয়নি অর্জুন সিং-এর। কার্যত এই ঘটনার পর থেকেই ফুঁসতে শুরু করেছেন অর্জুন সিং। বেসুরো হয়ে গিয়েছেন। ‘তৃণমূলে দেড় বছর নষ্ট হয়েছে, বেইজ্জত করা হয়েছে’ বলে মন্তব্য করেছিলেন অর্জুন। এরই মাঝে অর্জুন সিংকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন মমতা।

তিনি জানান, ‘লোভীদের আমি পছন্দ করি না। আমাদের ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক। দল যাঁকে প্রার্থী করেছে তাঁর পাশেই থাকবো। অর্জুন কোথায় দাঁড়াবে সেটা ওঁর বিষয়। যোগ্যতার নিরিখেই প্রার্থী বাছাই করা হয়েছে।’  

২০১৯ সালে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়ী হন অর্জুন সিং। ২০২২ সালে অবশ্য বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে আসেন তিনি।

তৃণমূল কংগ্রেস সম্প্রতি ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে টিকিট দেয়নি। দলের তরফে জানানো হয়েছে, লোকসভা ভোটে যাঁরা বাদ পড়েছেন, তাঁদের বিধানসভা ভোটে জায়গা দেওয়া হবে। তবে অর্জুন সিং, যাঁকে একজন শক্তিশালী ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়, তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে ইঙ্গিত দিয়েছেন। লোকসভা ভোটে লড়বেন কি না, এই প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, “লোকসভা ভোটে লড়ব কি না, তা সময়ই বলে দেবে।”