HomeSports Newsরঞ্জন বললেন 'গোল অফ দ্যা ডুরান্ড কাপ', ধারাভাষ্যকার বললেন 'ইউ বিউটি'

রঞ্জন বললেন ‘গোল অফ দ্যা ডুরান্ড কাপ’, ধারাভাষ্যকার বললেন ‘ইউ বিউটি’

- Advertisement -

কলকাতা: মহিতোষ রয়, ইউ বিউটি- এই চারটে শব্দ বলার পর কার্যত শব্দ হারিয়েছিলেন ধারাভাষ্যকাররা। কি গোলটাই না করলেই মহিতোষ। কোচ রঞ্জন ভট্টাচার্যের মতে, “গোল অফ দ্যা ডুরান্ড কাপ (Goal of the Durand Cup), মহিতোষ রায়।”

   

ম্যাচ হারলেও মন জিতে নিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের লড়াই। মঙ্গলবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নেমেছিল মহামেডান স্পোর্টিং। ৩-২ গোলে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। ম্যাচ শেষ হওয়ার কিছু আগে মহিতোষের চোখ ধাঁধানো গোল। ইউরোপিয়ান ফুটবলে এরকম গোল নিয়ে চর্চার অভাব নেই। বাংলার ছেলেরাও যে পারে সেটা আরও একবার দেখিয়ে দিলেন মহিতোষ রায়।

এবারের মরসুমে ইতিমধ্যে ভাল ভাল কিছু গোল দেখেছেন বাংলার ফুটবল দর্শকরা। কলকাতা ফুটবল লিগে দূরপাল্লার শটে একাধিক গোল হয়েছে। ডুরান্ড কাপেও জমে উঠেছে খেলা। গোলটা যে দুরন্ত হয়েছে মহিতোষ সেটা জানেন। কিন্তু দলের জয়টাই তাঁর কাছে আসল কথা। তাই আর সেলিব্রেট কোরেননি। খেলা শুরু করতে চেয়েছিলেন দ্রুত। খেলা ততক্ষণে শেষ লগ্নে। দলের পরাজয় মহিতোষ ঠেকাতে পারেননি।

বাংলা দলের হয়ে খেলে এক সময় সাড়া ফেলে দিয়েছিলেন মহিতোষ রায়। সুযোগ পেয়ে গিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। হাওড়া ইউনিয়ন, এরিয়ান, বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্রাফের হয়ে খেলা মহিতোষের কাছে ইস্টবেঙ্গলে যোগ দেওয়া ছিল স্বপ্নের মতো। লাল হলুদ শিবির হয়ে এখন তিনি মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলার। নিয়মিত খেলছেন। বিশ্বমানের গোল করে মহিতোষ মনে করিয়ে দিয়েছেন, তাঁর দেওয়ার মতো এখনও অনেক কিছু রয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular