Asia Cup: পাকিস্তান ম্যাচের পর আজকেও ভারতের খেলা, যথারীতি বৃষ্টির সম্ভাবনা

রাত পোহাতে না পোহাতেই ফের ম্যাচ। আজকেও খেলতে নামবে ভারত (Asia Cup)।  প্রতিপক্ষ ফর্মে থাকা শ্রীলঙ্কা। কলম্বোতে যথারীতি রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিনের ম্যাচের জন্য নেই কোনো রিজার্ভ ডে।

india vs sri lanka asia cup 2023

রাত পোহাতে না পোহাতেই ফের ম্যাচ। আজকেও খেলতে নামবে ভারত (Asia Cup)।  প্রতিপক্ষ ফর্মে থাকা শ্রীলঙ্কা। কলম্বোতে যথারীতি রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিনের ম্যাচের জন্য নেই কোনো রিজার্ভ ডে। ফলে আজকেই হবে ম্যাচের ফয়সালা।

টানা তিন দিন খেলতে নামবে ভারত। “আগে কখনও এরকম পরিস্থিতির সম্মুখীন হইনি”, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শেষে বলেছিলেন বিরাট কোহলি। এটাই সূচি, খেলতে হবেই। পেশাদার ক্রিকেটে থামার কোন জায়গা নেই। চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কা দারুণ ফর্মে রয়েছে। ঘরের মাঠে চেনা পরিবেশে খেলতে নামবে তারা। সুপার ফোরের আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একুশ রানে জিতেছিল দ্বীপ রাষ্ট্রের দল। বাংলাদেশ ছাড়া এখনও পর্যন্ত টুর্নামেন্টে আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছিল শ্রীলঙ্কা।

পরপর তিন দিন খেলতে হচ্ছে। ভারতীয় ক্রিকেটারদের কেন্দ্র করে বাড়ছে চোট সমস্যার আশঙ্কা। সোমবার রাতে পাকিস্তানকে হারালেও এখনই নিশ্চিত হয়নি ফাইনাল রাউন্ড। আজকের ম্যাচেও শ্রীলঙ্কার বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখতে চাইবেন লোকেশ রাহুল, রোহিত শর্মারা। কলম্বোয় আজকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাখা হয়নি রিজার্ভ ডে। বৃষ্টির কারণে কোনো কারণে যদি ম্যাচ খেলা না হয় তাহলে ভারতের জন্য ফাইনালে ওঠার পথ কিছুটা কঠিন হয়ে যাবে। তাকিয়ে থাকতে হবে সুপার ফোরের বাকি তিন দলের দিকে। সেই সঙ্গে জিততে হবে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ।

এই পরিস্থিতিতে বিরাট কোহলি বলেছেন, “সৌভাগ্যবশত আমরা টেস্ট খেলোয়াড়, তাই আমরা জানি কিভাবে পরের দিন ফিরে আসতে হয় এবং খেলতে হয়। রিকভারি অত্যন্ত জরুরি। এখানে আজ (সোমবার) আর্দ্রতা ছিল। নভেম্বরে আমার বয়স ৩৫ হবে। তাই আমাকে নিজের দিকে খেয়াল রাখতে হবে।”