UEFA Euro Qualifier: ‘ফিনিশ’ রোনাল্ডোকে ছাড়া আরও বেশি গোল দিল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই পর্তুগালের গোলের বন্যা। উয়েফা ইউরো কোয়ালিফায়ারের ম্যাচে ৯ গোল দিল পর্তুগাল। ছ’জন ফুটবলার নাম তুললেন স্কোরশীটে।

Portugal's Goal Scoring Spree

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই পর্তুগালের গোলের বন্যা। উয়েফা ইউরো কোয়ালিফায়ারের ম্যাচে ৯ গোল দিল পর্তুগাল। ছ’জন ফুটবলার নাম তুললেন স্কোরশীটে।  মঙ্গলবার নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল পর্তুগাল। প্রতিপক্ষ লুক্সেমবার্গ। পর্তুগালের হয়ে এদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না থাকলেও খাতায় কলমে অনেক পিছিয়ে ছিল লুক্সেমবার্গ।

তথাকথিত দুর্বল দলের বিরুদ্ধেও পূর্ণ শক্তির দল মাঠে নামিয়েছিলেন কোচ কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচের আগাগোড়া আধিপত্য বজায় রেখে খেলেছে পর্তুগাল। ম্যাচ শুরু হওয়ার ১২ মিনিট থেকে শুরু হয়েছিল গোল দেওয়া।

পর্তুগালের নয় গোল দিয়েও হ্যাটট্রিক করতে পারেননি কোনো ফুটবলার। জোড়া গোল করেছেন ইনাসিও, জে রামোস, দিয়েগো জোটা। একটি করে গোল করেছেন জোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেজ এবং আর হোর্টা। লুক্সেমবার্গ একটিও গোল পরিশোধ করতে পারেনি। লুক্সেমবার্গের বিরুদ্ধে এর আগের ম্যাচে ৬-০ গোল জিতেছিল পর্তুগাল। সেই ম্যাচ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করেছিলেন জোড়া গোল।

রোনাল্ডোকে নিয়ে সমালোচনা সম্প্রতি আরো বেড়েছে। আল নাসেরে যোগ দেওয়ার পর পর্তুগিজ মহাতারকার নিন্দুকরা ক্রমে সুর চড়িয়েছেন। এবার ব্যালন ডি অর জেতার দৌড়ে নেই তিনি। অনেকে বলতে শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ‘ফিনিশ’। দেওয়া হচ্ছে ‘ বুড়ো ‘ তকমা।