Calcutta Football League: বড় দলকে ধাক্কা দিতে তৈরি হচ্ছে রেল

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে এবারের কলকাতা ফুটবল লীগ (Calcutta Football League)। কয়েকটি ম্যাচ হয়েছে। বেশিরভাগ ম্যাচ এখনও বাকি রয়েছে।

Calcutta Football League: IFA is sending a letter to Mohun Bagan

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে এবারের কলকাতা ফুটবল লীগ (Calcutta Football League)। কয়েকটি ম্যাচ হয়েছে। বেশিরভাগ ম্যাচ এখনও বাকি রয়েছে। সব দল এখনও মাঠে নামেনি। লীগে অভিযান শুরু করার অপেক্ষায় রেল। রেলের ফুটবল দল সেরে নিচ্ছে সেশবেলার প্রস্তুতি। ভালো ফলাফল করার ব্যাপারে আশাবাদী রেলওয়ে ফুটবল দল।

কলকাতা ফুটবল লীগে বরাবর সমীহ করার মতো দল গঠন করে রেল। নামী ফুটবলার বা তথাকথিত তারকার পিছনে না ছুটে প্রতিভা অন্বেষণের ব্যাপারে জোর দেওয়া হয় এখানে। এবারের লীগে সেই সুবিধা আরও বেশি রয়েছে। কারণ লীগে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম এবার নেই। কেবল ভারতীয় ফুটবলাররা নিজেদের প্রতিভা মেলে ধরতে পারবেন। ফেডারেশনের এই সিদ্ধান্তে খুশি রেলওয়ে ফুটবল দলের কর্তারা। এভাবে আগামী দিনে আরো বাঙালি ফুটবলার উঠে আসবে বলে তারা আশা করছেন।

এবারে রেলের দল বেশ ভালো হয়েছে। স্কোয়াডে রয়েছে জুনিয়র সিনিয়র কম্বিনেশন। তরুণ প্রতিভা যেমন রয়েছেন তেমনই আছেন সিনিয়র খেলোয়াড়রা। গতবার রেলের জার্সি পরে অনেকে ভালো ফুটবল খেলেছিলেন। তারা এবার এই দলের সঙ্গে নেই। তবে কয়েকজন সিনিয়র ফুটবলার রয়েছেন। তারাই দলের মূল চালিকা শক্তি।

কলকাতা ময়দানের তথাকথিত বড় দলের পাশাপাশি ভালো ফলাফল করার ব্যাপার আশাবাদী রেল। প্রশিক্ষকরা স্কোয়াডের ছেলেদের ওপর আস্থা রাখছেন। প্রস্তুতি ভালোই হয়েছে। তাই সুপার ফোরে থাকার ব্যাপারে রেল আশা করতেই পারে। ময়দানের অভিজ্ঞরা জানেন অতীতে বড় দলগুলোকে বেশ বেগ দিয়েছিল রেল। এবার সবাই বিদেশি ফুটবলার হীন। তাই লড়াই থাকবে সমানে সমানে।