Reaction Balls: “ডিভিয়েশন” বুঝতে অভিনব চেষ্টা ভারতীয় শিবিরে

অনুশীলনে নতুনত্ব আনায় সিদ্ধহস্ত ভারতীয় দল। এবার নানা রঙের রবার বল দিয়ে অনুশীরন করতে দেখা গেল ভারতীয় দলকে। ৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে অনুষ্ঠিত…

India's Fielding Drills: Mastering Wicked Deviation with Multi-Coloured Rubber Reaction Balls

অনুশীলনে নতুনত্ব আনায় সিদ্ধহস্ত ভারতীয় দল। এবার নানা রঙের রবার বল দিয়ে অনুশীরন করতে দেখা গেল ভারতীয় দলকে। ৭ জুন থেকে ইংল্যান্ডের দ্য ওভালে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার আগেই ভারতীয় দলের অনুশীলনের কিছু ছবি প্রকাশ্যে আসে, যেখানে শুভমন গিলকে দেখা যায় সবুজ বলে ক্যাচ অনুশীলন করতে অরুনডেল গ্রাউন্ডে।

এনসিএ আধিকারিকরা জানান যে বলের “ডিভিয়েশন” বোঝার জন্য এমন অভিনব অনুশীলনের রাস্তা বেছে নিয়েছেন তাঁরা। এনসিএর সদস্যরা আরো বলেন যে, এগুলিকে বলা হয় “রিঅ্যাকশন বল।” যে হলুদ বলগুলি নিয়ে অনুশীলন করতে দেখা যায় ক্রিকেটরদের, সেগুলি মোটেই টেনিস বল নয়- বলগুলি রবারের। সাধারণ ক্রিকেট বলের থেকে হাল্কা হওয়ার এগুলির নির্ধারিত গতিপথ বদলায় বেশিই। সব দেশে এগুলি ব্যবহৃত হয় না, তবে ইংল্যান্ড বা নিউ জ়িল্যান্ডের মতো দেশে, যেখানে ঠান্ডা বেশি পরে, সেখানে ব্যবহার করা হয়।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানানো হয়, ইংল্যান্ডে ঘাসে ভিজে থাকায় বল পড়লে সাধারণের থেকৃ বেশিই টলমল করে, যার কারণে ব্যাটের বাইরের কোমায় বল লেগে আউট হওয়ার প্রবণতা বেশি থাকে। এমন ক্যচ যাতে নিতে অসুবিধা না হয়, তাইই এমন অনুশীলন।

রঙ নির্বাচন নিয়ে জিজ্ঞেস করলে, এনসিএ কর্তারা বলেন যে রঙের বাছার কারণে কোন বিজ্ঞান কাজ করে, তা তাঁদের জানা নেই। তবে যারা উইকেটকিপার বা যাঁরা স্লিপের দাঁড়ান, তাঁদের জন্য এমন অনুশীলন খুব প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।