Bidesh Basu: উলুবেড়িয়াকে ফুটবলমনস্ক করার দৌড় বিদেশ বসুর

বিদেশ বসুর (Bidesh Basu) নাম উঠলেই কী ভেসে ওঠে? মাঠের বাঁ প্রান্ত দিয়ে সেই ঝোড়ো দৌড়ের ছবি! কত প্রতিপক্ষ যে ধরাশায়ী হয়েছে সেই দৌড়ে তার…

ex-footballer Bishesh Basu

বিদেশ বসুর (Bidesh Basu) নাম উঠলেই কী ভেসে ওঠে? মাঠের বাঁ প্রান্ত দিয়ে সেই ঝোড়ো দৌড়ের ছবি! কত প্রতিপক্ষ যে ধরাশায়ী হয়েছে সেই দৌড়ে তার ইয়ত্তা নেই!

বিদেশ বসু বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দলের নির্বাচিত বিধায়ক। উলুবেড়িয়া থেকে। দু’বছর হয়ে গেল। কিন্তু বিধায়কের চেয়ারে বসে তার সেই চোখধাঁধানো দৌড় দেখা যাচ্ছে না! বিধায়ক হওয়ার পর নিজের নির্বাচনী কেন্দ্রে ফুটবলের উন্নয়ন নিয়ে বিদেশ বসুর একাধিক পরিকল্পনা ছিল। পারেননি এখনও সেভাবে। বৃহস্পতিবার সকালে ফোনে কথার সময় এই প্রসঙ্গে বিদেশ বসুর মন্তব্য, “উলুবেড়িয়ায় ৩৯ থেকে ৪০ শতাংশ মুসলমানদের বাস। ওদের মধ্যেও প্রচুর প্রতিভাবান ফুটবলার রয়েছে। কিন্তু প্রধান সমস্যা আভিভাবকদের মধ্যে আগ্রহ নেই। তারা তাদের সন্তানদের খেলাধুলো করতে পাঠায় না।”

অথচ উলুবেড়িয়ায় পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়, উলবেড়িয়া ফুটবল লিগ হয়। একটা স্টেডিয়াম আছে যেখানে আইএফএ-র নিচের ডিভিশনের লিগও হয়। এছাড়াও একাধিক মাঠ রয়েছে।

বিদেশ বসু বললেন, “উলুবেড়িয়ার মানুষকে ফুটবলমনস্ক করাই আমার এবং আমার এখানকার সহযোগীদের লক্ষ্য। সেটা আমরা করছিও। শুধু ফুটবল নয়,অন্যান্য খেলাও যাতে হতে পারে তার জন্যও প্রচার করি। লাইসেন্স-প্রাপ্ত কোচ যোগাড় করে দিই।”

তবে এসবের পাশাপাশি, বিদেশ বসু জানালেন আপাতত উলবেড়িয়ায় তার প্রাথমিক কাজ স্টেডিয়ামের সংস্কার। বললেন, “মোহনবাগান মাঠ যারা তৈরি করেছিল তাদের সঙ্গে কথা হয়ে গিয়েছে। তারাই এখানকার স্টেডিয়ামের মাঠ তৈরি করবে। সেটা হলে আমার মনে হয় এখানে ফুটবল নিয়ে স্থানীয় ছেলেদের মধ্যে আগ্রহ বাড়বে।”