CFL : জিতেন-জাদু অব্যাহত, ইস্টবেঙ্গল বাতিল প্লাজাও গোল করলেন

CFL : পরপর তিন ম্যাচে জয়। ছুটছে ভবানীপুর স্পোর্টিং ক্লাব। আবারও গোল করলেন জিতেন মুর্মু। সঙ্গে আরও তিনজন। রেলওয়ে ফুটবল ক্লাবের বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে…

Bhowanipore SC 4-1 Railway FC

CFL : পরপর তিন ম্যাচে জয়। ছুটছে ভবানীপুর স্পোর্টিং ক্লাব। আবারও গোল করলেন জিতেন মুর্মু। সঙ্গে আরও তিনজন। রেলওয়ে ফুটবল ক্লাবের বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছে ভবানীপুর।

প্রতিবারই দল গঠনে চমক দেয় ভবানীপুর। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এক ঝাঁক ময়দানের পরিচিত মুখ এবং বড় দলে খেলা ফুটবলারদের নিয়ে দল গঠন করেছেন ক্লাব কর্তারা। এখনও পর্যন্ত এ মরসুমের সেরা কামব্যাক করেছেন জিতেন মুর্মু। প্রতি ম্যাচেই তিনি উজ্জ্বল। পায়ের কাজ দেখাচ্ছেন, গোল করছেন।

রেলওয়ে ফুটবল ক্লাবের বিরুদ্ধে এদিন ভবানীপুরের ম্যাচের ব্যাপারে খোঁজ খবর রাখছিলেন ফুটবল প্রেমীরা। আশা করা হয়েছিল খেলা হবে সেয়ানে সেয়ানে। কিন্তু কোথায় কি। ভবানীপুরের বিরুদ্ধে বেলাইন রেল। রক্ষণে বিস্তর গলদ। যার সুযোগ নিতে ভুল করেননি ভবানীপুরের ফুটবলাররা।

ম্যাচের প্রথম গোল বিদেশি ফরোয়ার্ড ক্রিজোর পা থেকে। প্রতিপক্ষের ফুটবলারকে ঘাড়ে করে নিয়ে অনায়াসে গোল করেছেন তিনি। ৪১ মিনিটে জিতেনের গোল। প্রায় আনমার্ক অবস্থায় বিপক্ষের জালে বল জড়াতে ভুল করেননি তিনি। প্রতি ম্যাচেই নজরে পড়ছে জিতেন ও ক্রিজোর বোঝাপড়া। ৫২ মিনিটে হাওকিপের গোলটিও রেলের ভুলেই। ম্যাচের শেষ বাঁশি বাজার কিছু আগে সেট পিস থেকে হেডে গোল করেছেন প্লাজা। রেলওয়ের হয়ে একমাত্র গোল মিলসের। ফ্রি কিক থেকে দর্শনীয় গোল করেছেন।