Qatar World Cup : বিশ্বকাপের জন্য কাতারে তৈরী হচ্ছে এসি স্টেডিয়াম 

অবশেষে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup)। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথমবার ফুটবল খেলা হবে শীতে। কারণ এবার বিশ্বকাপের ভ্যেনু মধ্যপ্রাচ্যের…

অবশেষে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ (Qatar World Cup)। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথমবার ফুটবল খেলা হবে শীতে। কারণ এবার বিশ্বকাপের ভ্যেনু মধ্যপ্রাচ্যের আগুনে গরম দেশ কাতার। শীতকালে কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন হলেও তখনও তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে ৷ তাই এবার ফুটবল স্টেডিয়ামগুলো ঠাণ্ডা করার ব্যবস্থা রয়েছে ৷

জানা গেছে, স্টেডিয়ামগুলো কুলিং টেকনোলজি হবে সৌরশক্তি ব্যবহার করে। যা তৈরী হচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়ের সাহায্যে। তারা নিজেদের আটটি স্টেডিয়ামে এয়ার কন্ডিশানিংয়ের ব্যবস্থা করেছে ৷ ঠাণ্ডা বাতাস প্রবেশ করানো হবে স্ট্যান্ড দিয়ে পাশাপাশি নজেল দিয়ে ঠাণ্ডা করা হবে পিচ। ডক্টর সৌদ আব্দুলআজিজ ঘানি কাতারের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যাঁর ডাকনাম ডক্টর কুল তিনি এই পুরো বিষয়টায় নেতৃত্ব দিয়েছেন ৷ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “এটা শুধু ঠাণ্ডা করাই নয়, তার সঙ্গে বাতাস পরিষ্কার করাও ৷ আমরা দর্শকদের জন্য বাতাস পরিষ্কার করছি, উদাহরণ হিসেবে যাঁদের অ্যালার্জি আছে তাঁদের যাতে আমাদের স্টেডিয়ামে কোনও অসুবিধা না হয় যাতে তাঁরা নিঃশ্বাস নেওয়ার জন্য পরিষ্কার ও বিশুদ্ধ বাতাস পান ৷”

তাঁর সংজোযন, “আগে থেকে ঠাণ্ডা হওয়া বাতাস গ্রিলের মধ্যে দিয়ে ঢুকবে ৷ পিচের দিকে থাকবে লার্জ নজল৷ এয়ার সারকুলেশন টেকনিক ব্যবহার করে ঢোকানো হবে, কুল হওয়া বাতাস ফেরানো হবে ফের তা ঠাণ্ডা করা হবে, ফিল্টার করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠাণ্ডাটাকে কার্যকারীভাবে করা ৷ বাইরের কোনও বাতাস স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না ৷ তাই স্টেডিয়ামে সাইজ ও শেপ অনুযায়ি বাতাস ঢোকানো হবে ৷ যা গরম বাতাসকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না ৷”