Qatar WC: মেসি-মেক্সিকো ওয়েভের অপেক্ষায় কাতারবাসী আর আছে আরব ঝড়

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি: ঝড় আসছে আরব দুনিয়ায়। এ ঝড়ে কে কোনদিকে যাবে কেউ জানে না। বিখ্যাত মরুঝড় নয়, ফুটবল ঝড়। এই ঝোড়়ো হাওয়ায়…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা সিটি: ঝড় আসছে আরব দুনিয়ায়। এ ঝড়ে কে কোনদিকে যাবে কেউ জানে না। বিখ্যাত মরুঝড় নয়, ফুটবল ঝড়। এই ঝোড়়ো হাওয়ায় গরম ইয়েমিনি কফির চুমুক দিতে দিতে কাতারিরা যেমন দমবন্ধ করে অপেক্ষা করবেন, তেমনই বিশ্ববাসীর প্রতীক্ষা। শনিবার সকাল থেকে (Qatar WC) বিশ্বকাপ নিয়ে তেতে গেছে পারস্য উপসাগরের তীরে থাকা একরত্তি দেশটা।

শুধু কাতার নয়, সৌদি আরব, কুয়েত, বাহরিন, গৃহযুদ্ধে বিধ্বস্থ ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, ইরাক, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যে উন্মাদনা। আরব দুনিয়ার অন্তর্ভুক্ত আফ্রিকার দেশগুলিও কাঁপছে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ক্যালেন্ডারের হিসেবে শনিবার পার করে মাঝ রাতে অর্থাৎ রবিবার আর্জেন্টিনা ও মেক্সিকো দুই প্রবল শক্তিশালী দেশ মুখোমুখি হতে চলেছে।

আর্জেন্টাইন মেসির ফুটবল জাদু দেখা পেতে অধীর আগ্রহ যেমন তেমনই সবাই বসে আছেন বিখ্যাত মেক্সিকান ওয়েভ (গ্যালারিতে মেক্সিকো সমর্থকদের একসাথে বিশেষ দোলা) দেখার জন্য। তারমানে গোল চাই গোল চাই দাবি। মেসি গোল করলেই আবেগ আর মেক্সিকো গোল করলেই বিখ্যাত সেই ওয়েভ দেখা যাবে।

মাঝরাত পার করে এমন সুমধুর ফুটবল দৃশ্য দেখার কাছে ফিকে হয়ে যায় কোটি দিনার-রিয়াল দিয়ে একরাত্রি দোহার হোটেলে থাকার জন্নতমার্কা সুখ!

আজ আবারও এশিয়ার লড়াই। ঐতিহাসিক ম্যাচে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব নামছে সাঁঝবেলায়। প্রতিপক্ষ পোল্যান্ড। একে তো আর্জেন্টিনাকে হারিয়েছে আরবরা। তার পর আছে নিজ দেশে রাশিয়ার হামলা আশঙ্কা। রুশ-ইউক্রেন সংঘর্ষের মাঝে পোল্যান্ডের দিকেও পুতিনের নজর আছে এমন বার্তা আগে থেকেই ছড়িয়ে আছে। এই আবহে চরম নাটকীয়তা জিইয়ে রেখে পোল্যান্ড দলটার বিমান তাদের দেশেরই বিমান বাহিনীর পাহারায় কাতারে এসেছিল। সে এক হৈ হৈ কাণ্ড। এমন ঘটনা আগের কোনও বিশ্বকাপে ঘটেনি।

শক্তিশালী পোল্যান্ডের সামনে পড়ে চমক দিতে মরিয়া সৌদি আরব। এই বিশ্বকাপে চলছে এশিয়ার দাপট। জাপানের কাছে হেরেছে চারবারের বিশ্ব সেরা জার্মানি। দক্ষিণ কোরিয়ার কাছে আটকে গেছে দুবারের বিশ্ব সেরা উরুগুয়ে। সৌদি হারিয়েছে দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। এমনকি প্রথম ম্যাচে হেরেও ইরান ফের জয় পেল ওয়েলসকে হারিয়ে। এসবের মাঝে কাতার পারেনি জিততে। কিন্তু হৃদয় জিতে নিয়েছেন কাতারিরা। আর বিশ্বকাপে কাতারের প্রথম ঐতিহাসিক গোলদাতা মুনতারি।