Qatar WC: বিশ্বকাপের গ্যালারিতে খুন ?

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: এটাও বাকি ছিল! একের পর এক নজির, বিতর্ক নিয়ে কাতার বিশ্বকাপ (Qatar WC) আসর বারবার সরগরম হচ্ছে। এবার শুরু হয়েছে ‘খুন’…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: এটাও বাকি ছিল! একের পর এক নজির, বিতর্ক নিয়ে কাতার বিশ্বকাপ (Qatar WC) আসর বারবার সরগরম হচ্ছে। এবার শুরু হয়েছে ‘খুন’ বিতর্ক। এমন অভিযোগের ভিত্তিতে হই হই কাণ্ড বিশ্বকাপে।

সমকামী সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্রান্ট ওয়ালের (Grant Whal) অস্বাভাবিক মৃত্যু হয় বিশ্বকাপের আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচের সময়।  সেই খেলা চলাকালীন লুসাইল স্টেডিয়ামে তিনি প্রেস বক্সে লুটিয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার ফুটবল সাংবাদিককে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

খেলা চলাকালীন লুটিয়ে পড়া মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়ালকে খুন করা হয়েছে, এমনই অভিযোগ তার আত্মীয়দের। মৃতের ভাই এরিক ওয়ালের দাবি, গ্রান্ট ওয়ালকে খুন করা হয়েছে। এরিকের ইঙ্গিত সমকামী চিন্তার বিরোধিতা যারা করে তারাই খুন করেছে।

এরিক আরও বলছেন, বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে সমকাম প্রতীক তিন রঙের রংধনু দেওয়া টি শার্ট পরেছিলেন গ্রান্ট। তাকে বাধা দেন নিরাপত্তায় থাকা কর্মীরা। তাদের আপত্তি মেনে নিয়ে সেই টি-শার্ট বদলে স্টেডিয়ামে ঢুকেছিলেন গ্রান্ট ওয়াল।

এরিক ওয়ালের দাবি, তিনি নিজে সমকামী। আর তার দাদা গ্রান্ট ওয়াল সমকামী চিন্তার পক্ষে। আমার জন্য গ্রান্ট রংধনু রঙা টি-শার্ট পরে গেছিল বিশ্বকাপে। সে সুস্থ ছিল। আমি বিশ্বাস করি না, গ্রান্ট এমনি এমনি মারা গেছে। আমি বিশ্বাস করি, তাকে খুন করা হয়েছে।  আমি এই অস্বাভাবিক মৃত্যুর কারন জানতে আবেদন করছি।

কাতার বিশ্বকাপের আসরে সমকামী প্রচার নিয়ে তীব্র বিতর্ক চলেছে। বিশ্বকাপ শুরুর আগে কাতার সরকার জানিয়ে দেয় এমন ধরণের কোনও প্রচার বরদাস্ত করা হবে না। কারণ, কাতারের ধর্মীয় রীতির সাথে সমকামী মতামত খাপ খায়না। এই ঘোষণার প্রতিবাদ হয় বিভিন্ন ইউরোপিও দেশগুলির ফুটবল দলের তরফে। জার্মানির দল মুখ টিপে মাঠে নেমেছিল।

সমকামী প্রচারের পক্ষেই ছিলেন মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াল। ৪৮ বছরের গ্রান্ট মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচিত ক্রীড়া সাংবাদিক। তার অস্বাভাবিক মৃত্যু হয় গত ১০ ডিসেন্বর। মৃত গ্রান্টের স্ত্রী জানিয়েছেন, স্টেডিয়ামে লুটিয়ে পড়তেই গ্রান্টকে সিপিআর দেওয়া হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা এই বিষয়ে আরও জানতে চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে কথা বলেছি।

শুধু গ্রান্ট নন। বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করতে এসে স্টেডিয়ামে লুটিয়ে পড়ে মারা গেছেন কাতারের আল কাস টিভির চিত্রগ্রাহক খালিদ আল-মিসলাম। তার মৃত্যুর কারণ নিয়েও বাড়ছে বিতর্ক।