বিজেপিতে দাবানল, মুখোমুখি দিলীপ-শুভেন্দু, চওড়া হচ্ছে ফাটল

আমি শুভেন্দু অধিকারী আমি বিরোধী দলনেতা। আমি কোনও গিমিকে পছন্দ করি না। আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াকে স্টেটমেন্ট করি না। আমি যা বলি…

dilip-suvendu

আমি শুভেন্দু অধিকারী আমি বিরোধী দলনেতা। আমি কোনও গিমিকে পছন্দ করি না। আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েই মিডিয়াকে স্টেটমেন্ট করি না। আমি যা বলি ভেবে বলি। সিপিএমের সূর্য যখন মধ্যগগণে, আমি লক্ষ্মণ শেঠকে হারিয়েছি। তৃণমূলের যখন সময় তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আপনারা শুনে রাখুন পশ্চিমবঙ্গের বড় ডাকাত, ধেড়ে ইঁদুর জেলের ভিতরে যাবেই। সোমবার হাজরার সভা থেকে এমনটাই মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আক্রমণের নিশানায় ছিলেন দিলীপ ঘোষ৷ মঙ্গলে পাল্টা জবাব দিলীপের।

বিরোধী দলনেতার বক্তব্যের জবাবে শুভেন্দু অধিকারী পাল্টা বলেন, আমাকে দেখে প্রেরণা পেয়ে অনেকে এখন মর্নিং ওয়াক করছেন। ভাল কথা, শরীর ভাল থাকে। আর সকালে ওঠার জন্য দম চাই একটু। কে কার সম্বন্ধে কেন বলেছেন আমার জানা নেই, আমার কিছু বলারও নেই। পরে অবশ্য দলের ড্যামেজ কন্ট্রোল দিয়ে বলেন, দেশের রাজনীতি এবং রাজ্যের রাজনীতির মধ্যে ফারাক থাকেই।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

উল্লেখ্য, ২০২০ সালে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু। সেই সময় বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন দিলীপ ঘোষ। তখন শুভেন্দুর বক্তব্য ছিল বালু মাটির শুভেন্দু আর লাল মাটির দিলীপ ঘোষ হাত মিলিয়েছে বদল হবে৷ বঙ্গ রাজনীতিতে সরকার বদল হয়নি। তবে বিজেপির রাজ্য সভাপতি পদে বদল হয়। সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেয় দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা।

বিজেপির অন্দরের খবর সুকান্ত মজুমদারকে সামনে রেখেই গোটা ঘুটি সাজিয়ে চলেছেন শুভেন্দু৷ আর সুকান্তর যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলে বিজেপিকে বিড়ম্বনায় ফেলে চলেছেন দিলীপ ঘোষ। এখন শুভেন্দুর মুখে দিলীপ ঘোষের বিরুদ্ধে কটাক্ষ কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার সমান হল।

পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে গোষ্ঠী কোন্দল নিয়ে বিপুল চর্চা শুরু হয়েছে। তখনই একে অপরের বিরুদ্ধে মুখ খুলে দলেরই অস্বস্তি বাড়ালেন না তো দুই প্রথম সারীর নেতা? নাকি এই কথা উল্লেখ করে আগামী দিনে বাড়তি অ্যাডভান্টেজ পাবে রাজ্যের শাসক? প্রশ্ন রাজনৈতিক মহলে৷