Punjab FC: এই ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাড়ল পাঞ্জাব

আগের ফুটবল সিজনে টুর্নামেন্টের সমস্ত দল গুলিকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল পাঞ্জাব এফসি (Punjab FC)।‌ সেই সুবাদেই এবারের ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ। তবে শুরুটা…

Dimitrios Chatziisaias

আগের ফুটবল সিজনে টুর্নামেন্টের সমস্ত দল গুলিকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিল পাঞ্জাব এফসি (Punjab FC)।‌ সেই সুবাদেই এবারের ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ। তবে শুরুটা খুব একটা আহামরি কিছুই থাকেনি এই ফুটবল ক্লাবের। একের পর এক ম্যাচে ধরাশায়ী হতে হয়েছিল তাদের।

যার দরুন পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আইএসএলের প্রথম লেগ শেষ করতে হয়েছিল তাদের। দ্বিতীয় লেগ থেকেই নিজেদের ছন্দ ফেরাতে মরিয়া ছিল এই ফুটবল ক্লাব। দলের বেশকিছু বদলের দরুন লড়াকু পারফরম্যান্স দেখা দিতে থাকে তাদের দলের ফুটবলারদের। যারফলে, একটা সময় প্লে-অফের লড়াইয়ে থাকে স্টেকোস ভার্জেটিসের ছেলেরা।

   

কিন্তু পরবর্তীতে ফের বেশকিছু ম্যাচ পরাজিত হওয়ার দরুণ প্লে-অফের লড়াই থেকে ছিটকে যেতে হয় তাদের। কিন্তু শেষ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করে পয়েন্ট টেবিলের কিছুটা উপরে উঠে আসে দল। এই মরশুমে আট নম্বরে থেকেই নিজেদের অভিযান শেষ করেছে পাঞ্জাব এফসি। যা নিয়ে কিছুটা হলেও হতাশ সকলে। তবে এখন থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিচ্ছে এই ফুটবল ক্লাব। পূর্বেই জানা গিয়েছিল, যে নিজেদের দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। তার মধ্যে উঠে আসছিল ভারতীয় ফুটবলার সুরেশ মেইতেইয়ের কথা।

তবে শুধু ভারতীয় ফুটবলার নয়। নিজেদের দলের বেশ কিছু বিদেশী ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়ানোর পরিকল্পনা করেছে পাঞ্জাব। যারমধ্যে শোনা যাচ্ছে দিমিত্রিস চ্যাটজিসিয়াসের কথা। উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে যথেষ্ট প্রভাব ফেলেছেন এই গ্রীক ডিফেন্ডার। সেজন্য, আগামী ফুটবল মরশুমেও তাকে দলে রাখতে চাইছে এই ফুটবল ক্লাব। চুক্তি বাড়ানো সিদ্ধান্ত নাকি নেওয়া হয়েছে তাদের তরফ থেকে। উল্লেখ্য, এই বছরের এপ্রিল মাস পর্যন্ত এই দাপুটে বিদেশীর সঙ্গে চুক্তি রয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাবের। বর্তমানে তা প্রায় শেষের পথে।

সেজন্য, এখন থেকেই তার সঙ্গে নাকি কথাবার্তা শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। কিন্তু কোন কিছু এখনো অব্দি চূড়ান্ত না হলেও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।