Free Ration: আরও ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আরও ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিল বিজেপি (BJP)। আজ রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে ইশতেহার প্রকাশ করল বিজেপি। এদিকে ইশতেহার প্রকাশ করার…

আরও ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতি দিল বিজেপি (BJP)। আজ রবিবার দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে ইশতেহার প্রকাশ করল বিজেপি। এদিকে ইশতেহার প্রকাশ করার পর বড় মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

মোদী বলেন, ‘শুভদিনে বিকশিত ভারতের সংকল্প পত্র প্রকাশিত হল। আজ পবিত্র দিন, দেশজুড়ে নববর্ষ উদযাপন হচ্ছে। সংকল্পপত্রে আয় বাড়ানোর দিশা। যুবদের আকাঙ্খা প্রতিফলিত হয়েছে ইশতেহারে। বিগত ১০ বছরে ২৫ কোটি মানুস দরিদ্রসীমার ওপরে এসেছে। বিনিয়োগ থেকে চাকরি লক্ষ্য বিজেপির। যুব শক্তি, নারী শক্তি, কৃষক, গরিবদের উন্নয়নে জোর। কৃষকদের উন্নয়ন, খাদ্য সুরক্ষায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। আরও ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে। ‘

প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় লিঙ্গের মানুষকেও আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। বিগত বছরগুলিতে মুদ্রা যোজনা কোটি কোটি মানুষকে উদ্যোগপতিতে পরিণত করেছে। এই সাফল্যের দিকে তাকিয়ে বিজেপি আরও একটি ‘সংকল্প’ নিয়েছে – মুদ্রা যোজনায় ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়েছিল। এবার সেই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আমি নিশ্চিত যে শিল্প ৪.০ যুগের জন্য যে ধরণের বাস্তুতন্ত্রের প্রয়োজন তা গড়ে তুলতে এটি একটি নতুন শক্তি হিসাবে ব্যবহৃত হবে।’

মোদী জানান, ‘এখন আমরা কোটি কোটি পরিবারের বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে আনা এবং বিদ্যুৎ থেকে উপার্জনের সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করব। আমরা প্রধানমন্ত্রী সূর্য ঘর মুক্ত বিদ্যুৎ প্রকল্প রূপায়ণ করেছি।’