Mohun Bagan SG: নতুন বছরের প্রথম দিনেই চাপে পড়তে পারে মোহনবাগান

রবিবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় ফতোরদায় মুখোমুখি হবে এফসি গোয়া ও চেন্নাইন এফসি। উভয় দলই তাদের নিজ নিজ লক্ষ্যের দিকে নজর রেখে এই ম্যাচটি…

Mohun Bagan SG

রবিবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় ফতোরদায় মুখোমুখি হবে এফসি গোয়া ও চেন্নাইন এফসি। উভয় দলই তাদের নিজ নিজ লক্ষ্যের দিকে নজর রেখে এই ম্যাচটি উচ্চ জিততে চাইবে। এফসি গোয়া আজকের ম্যাচে জিতলে চাপে পড়বে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। পয়েন্ট ক্রম তালিকায় বাগানের থেকে সামান্য পিছিয়ে পড়েছে এফসি গোয়া।

এফসি গোয়া রয়েছে দ্বিতীয় স্থান দখল করার লক্ষ্যে। গৌররা ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে দ্বিতীয় স্থানে। পয়েন্টের পার্থক্য মাত্র ৩। গোল পার্থক্যেও এগয়ে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের থেকে সামান্য ব্যবধানে পিছিয়ে এফসি গোয়া। ফতোরদা স্টেডিয়ামে যেনতেন প্রকারে আজ জিততে চাইবে এফসি গোয়া।

বড় ব্যবধানে জিততে পারলে মোহনবাগানকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে মানালো মার্কেজের দল। মোহনবাগান সুপার জায়ান্ট যদি মুম্বই সিটি এফসির বিরুদ্ধে জিততে পারে তাহলে অন্য কথা। বাগান পাবে শিল্ড। দুইয়ে নেমে আসবে মুম্বই, আবার তিনে নেমে যাবে এফসি গোয়া।

চেন্নাইযন এফসি ষষ্ঠ দল হিসাবে প্লে অফ খেলার যোগ্যতা অর্জন করেছে। চেন্নাইন এফসির এখন হারানোর কিছু নেই। প্রাথমিক পর্বের শেষ ম্যাচ জিততে চাইবে তারা। কিংবা পরীক্ষা-নিরীক্ষা করার পথেও হাঁটতে পারেন চেন্নাইন এফসির কোচ ওয়েন কয়েল।