গেমারদের জন্য সুখবর, এশিয়ান গেমসে যুক্ত হতে চলেছে PUBG

চলতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস। তার আগে নেট পাড়ায় আলোড়ন। বিশেষত ই – স্পোর্টস ভক্তদের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। PUBG নামের জনপ্রিয়…

চলতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস। তার আগে নেট পাড়ায় আলোড়ন। বিশেষত ই – স্পোর্টস ভক্তদের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা। PUBG নামের জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেমটি এ বছর এশিয়ান গেমসে অফিসিয়াল ইভেন্ট হিসেবে যুক্ত হতে চলেছে বলে জানা গিয়েছে।

তবে পাবজিকে ব্যাটল রয়্যাল ইভেন্ট হিসেবে গেমসে অন্তর্ভুক্ত করা হচ্ছে না । তবে এর পদক প্রাপ্তির মাধ্যম রূপে টার্গেট শুটিং এবং রেসিংয়ের মতো ইভেন্টগুলি থাকবে।

   

সম্প্রতি এশিয়ান ই – স্পোর্টস ফেডারেশন এই অনুষ্ঠানের জন্য একটি সময়রেখা প্রকাশ করেছে। প্রকাশ করা হয়েছে গাইডলাইন। ফর্ম্যাটটি স্বাভাবিক ব্যাটেল রয়্যাল মোড থেকে পৃথক করা হবে। যা সাধারণ PUBG’র সঙ্গে যুক্ত থাকে।

নিয়ম অনুযায়ী- প্রতিটি খেলায় ১৬ জন খেলোয়াড় বা ৪ টি দল অংশগ্রহণ করতে পারবে। একটি ম্যাচ একাধিক পর্যায়ে ভাগ করা থাকবে। প্রথমে থাকবে শুটিং মিশন। এই শুটিং ইভেন্টের পরে মনোনীত দল রেস ট্র্যাকে গাড়ি চালাবে। যে দল বা ব্যক্তি রেসে প্রথম স্থান অর্জন করবেন তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।