পার্থ’র এক রাতের স্বস্তি, ডিডিশন বেঞ্চে সিবিআই হাজিরার স্থগিতাদেশ

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার ওপর অন্তর্বর্তীকালীন আদেশ জারি করল…

এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই হাজিরার ওপর অন্তর্বর্তীকালীন আদেশ জারি করল ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানানো হয়েছে, একই বিষয়ের মামলার শুনানি গ্রহণ করছে ডিভিশন বেঞ্চ। আজ সারাদিন ধরে সেই মামলার শুনানি চলছে। ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চ মন্ত্রীকে সিবিআই কাছে হাজিরা নির্দেশ জারি করেছে। ডিভিশন বেঞ্চ মনে করছে কী বিষয়ে সিঙ্গেল বেঞ্চ কখনো নির্দেশ জারি করতে পারে না।

   

বলা হয়েছে, সিবিআইয়ের হাজিরা সংক্রান্ত সমস্ত নির্দেশিকার উপরে স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ।
বুধবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। সিবিআইকে সমস্ত প্রসিডিংস থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে। কাল সকালে ফের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।