বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর শেখ হাসিনাও দেশ ত্যাগ করেছেন। বিক্ষোভকারীরা বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তাজার (Mashrafe Mortaza) বাড়ি ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেয়।
ICC: এ বছর ফের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে ভারত?
পদত্যাগ করে তড়িঘড়ি লন্ডনে উড়ে যাওয়া শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয় মাশরাফিকে। খুলনা বিভাগের নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোর্তজা এ বছরের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টানা দ্বিতীয়বারের মতো এ আসন থেকে বিজয়ী হন। বাংলাদেশের গণমাধ্যমের খবর অনুযায়ী, তাঁর বাড়িতে হামলা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বিক্ষোভকারীরা বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মুর্তাজার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
ক্রিকেট কেরিয়ারে মাশরাফি বিন মুর্তাজা ১১৭টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, যা তাঁর দেশের হয়ে সর্বোচ্চ। ৩৬ টি টেস্ট, ২২০টি ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৯০টি আন্তর্জাতিক উইকেট ও ২৯৫৫ রান করেছেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১৮ সালে রাজনীতিতে পা রাখেন মাশরাফি মুর্তাজা। তিনি নড়াইল ২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হন।
টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ জানালেন কেন হার্দিককে সরিয়ে সূর্যকে ক্যাপ্টেন করা হল
মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট দলকে ১১৭ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ৩৬টি টেস্ট, ২২০টি ওয়ানডে ও ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৬ টেস্টে ব্যাটিংয়ে ৭৯৭ ও বোলিংয়ে নিয়েছেন ৭৮ উইকেট। ওয়ানডেতে তাঁর ঝুলিতে রয়েছে ২৭০ টি উইকেট ও ১৭৮৭ রান। টি-টোয়েন্টিতে করেছেন ৪২ টি উইকেট ও ৩৭৭ রান।