হিংসার আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বোন রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা। ক্রমশ ওপার বাংলার পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠছে। এই ঘটনার প্রেক্ষিতে ভারত-বাংলাদেশ বর্ডারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই হিংসার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেনের ওপরও। দুই দেশের মধ্যে বহু ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে।
কোটা বিরোধী চলমান আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে লুটপাট শুরু করে। সেই ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় এখন হট টপিক। এদিকে হিংসার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ট্রেনের ওপরও। আবারও বাতিল করা হল মৈত্রী এক্সপ্রেস (Maitree Express)।
বাতিল বহু ট্রেন
১) ট্রেন নম্বর ১৩১০৯/১৩১১০ (কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস) – ১৯ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বাতিল।
২) ট্রেন নম্বর ১৩১০৭/১৩১০৮ (কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস) ১৯ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বাতিল।
৩) ট্রেন নম্বর ১৩১২৯/১৩১৩০ (কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস) – ১৯ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বাতিল।
৭) ট্রেন নম্বর ১৩১৩১/১৩১৩২ (ঢাকা-নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালী এক্সপ্রেস) – ২১ জুলাই থেকে বাতিল।
এদিকে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ‘আগামী ৭ আগস্ট ট্রেন নম্বর ১৩১০৮.১৩১১০ কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাতিল থাকবে। শর্তাবলী সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। যাত্রীদের অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। যে কারণে এখন বাংলাদেশ সরকারবিহীন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে। গত দুদিন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার জানিয়েছেন, আপাতত দেশের শাসন ভার সেনার কাঁধে।