Mohun Bagan: মাঝমাঠের এই ফুটবলারের দিকেও নজর মোহনবাগানের!

Christian Lalthazuala

সিনিয়র দল গড়ার পাশাপাশি জুনিয়র দল গড়ার ব্যাপারেও কাজ শুরু করে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। একের পর এক তরুণ ফুটবলারের সঙ্গে যুক্ত হচ্ছে সবুজ মেরুন শিবিরের নাম। বুধবারও শোনা গেল আরও একজন উঠতি খেলোয়াড়ের প্রতি আগ্রহ রয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের।

সামাজিক মাধ্যমে গুঞ্জন, Christian Lalthazuala নামের এক তরুণ ফুটবলারকে জুনিয়র দলের সদস্য করতে চাইছে বাগান। ফুটবলারের বয়স মাত্র ১৭ বছর। বাড়ি মিজোরামে। খেলেন মূলত মাঝমাঠে। খেলা তৈরি করার ব্যাপারে তার দক্ষতা রয়েছে বলে শোনা গিয়েছে। জুনিয়র পর্যায়ে ইতিমধ্যে বেশ কিছু ম্যাচে তিনি নজর কেড়েছেন।

   

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, Christian Lalthazuala-র জন্ম ৯ নভেম্বর ২০০২ সালে। বর্তমানে হিন্দুস্তান ফুটবল ক্লাবের সঙ্গে তিনি যুক্ত। স্টেট অ্যাসোসিয়েশন – ফুটবল দিল্লি। বর্তমান ক্লাবের সঙ্গে এক বছরের চুক্তি করেছিলন ক্রিস্টিয়ান। দেশের অন্যতম সেরা প্রতিভার মধ্যে বিবেচনা করা হচ্ছে তার নাম। ৭ ম্যাচে ৯ গোল করার নজির রয়েছে ক্রিস্টিয়ানের।

এদিন আরও এক ফুটবলারের নাম একই সাথে উঠে এসেছে মোহন বাগান সুপার জায়ান্টের সঙ্গে। মোহনবাগানের সঙ্গে জুড়ে গেল আরো এক তরুণের নাম! তিনি Satgougun Kipgen। উদীয়মান এই ফুটবলারের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। যতটুকু জানা গিয়েছে তিনি মাঝমাঠের ফুটবলার। মাঠের ডান প্রান্ত বরাবর খেলতে বেশি পছন্দ করেছেন। আক্রমণ এবং মাঝমাঠের মধ্যে খেলা তৈরি করার ক্ষেত্রে মুন্সিয়ানা রয়েছে। বাড়ি মণিপুরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন